TRENDING:

Foreign Jobs: বিদেশে চাকরি করতে চাইছেন? পাসপোর্ট-মার্কশিট থাকলেই হল! এই ৮ দেশ দিচ্ছে দুর্দান্ত সুযোগ!

Last Updated:
আসলে চাকরির জন্য বিশ্বের ৮টি দেশ ভিসার সুবিধা দিচ্ছে। এর জন্য অবশ্য পাসপোর্ট আর মার্কশিট থাকলেই যথেষ্ট! প্যাকেজও ভালই দেওয়া হবে। সেই সঙ্গে বিদেশে থিতু হওয়ার সুযোগও অনায়াসে মিলতে পারে।
advertisement
1/10
বিদেশে চাকরি করতে চাইছেন? পাসপোর্ট-মার্কশিট থাকলেই হল! এই ৮ দেশ দিচ্ছে সুযোগ
অনেক মানুষই বিদেশে পড়াশোনা কিংবা চাকরির স্বপ্ন দেখেন। আসলে বিভিন্ন দেশে পাওয়া যায় নানা সুযোগ-সুবিধা। চাকরির ক্ষেত্রে হাতেগরম বেতনও মেলে দেশের তুলনায় অনেকটাই বেশি। ফলে জীবনযাপনের ধারা তো বদলে যায়, সেই সঙ্গে থাকে বিশ্ব ভ্রমণের হাতছানিও। যাঁরা এই মুহূর্তে বিদেশে চাকরির স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সেটা কী? জানতে খুব ইচ্ছে করছে তো?
advertisement
2/10
তাহলে কৌতূহল নিরসন করাই যাক। আসলে চাকরির জন্য বিশ্বের ৮টি দেশ ভিসার সুবিধা দিচ্ছে। এর জন্য অবশ্য পাসপোর্ট আর মার্কশিট থাকলেই যথেষ্ট! প্যাকেজও ভালই দেওয়া হবে। সেই সঙ্গে বিদেশে থিতু হওয়ার সুযোগও অনায়াসে মিলতে পারে।
advertisement
3/10
মার্কিন যুক্তরাষ্ট্র: আমেরিকায় বেশির ভাগ চাকরিজীবীদের এইচ১বি ভিসা দেওয়া হয়। আর এর ভিত্তিতে সেখানে কাজ করা সহজ হয়ে যায়। এই ভিসা থাকলে যে কোনও সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে। এমনকী চাইলে সেখানে পৌঁছেও ইন্টারভিউতে বসতে পারেন। আসলে আমেরিকায় চাকরির প্রথম শর্ত হল এই ভিসা। এটি সেই সমস্ত মানুষদের দেওয়া হয়, যাঁদের স্পেশ্যাল এবিলিটি রয়েছে এবং যাঁরা এই সম্পর্কিত পড়াশোনা করেছেন।
advertisement
4/10
কানাডা: আমেরিকার পরেই রয়েছে কানাডা। এখানে প্রচুর ভারতীয় চাকরি করতে পছন্দ করেন। আর এখানে চাকরি করতে চাইলে প্রথমে ওয়ার্ক পারমিট দেখাতে হবে। এর পাশাপাশি কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটও দর্শাতে হবে। হাজার হাজার ভারতীয় এখানে বসতিও স্থাপন করেছেন।
advertisement
5/10
স্পেন: যাঁদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং স্পেনে বসবাস করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে, তাঁরা সহজেই এই দেশে চাকরি পেতে পারেন। এর জন্য অবশ্য কোয়ালিফাই করতে হবে আর তাতে ৬ বা তার বেশি নম্বর পাওয়া জরুরি। এখানে চাকরি পাওয়া ও বসবাস করার জন্য বৈধ পাসপোর্ট, EX01 ফর্ম, স্বাস্থ্য বিমা এবং এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে।
advertisement
6/10
নিউজিল্যান্ড: যাঁদের বিশেষ যোগ্যতা রয়েছে, তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন করা হয় নিউজিল্যান্ডে। এই পরিস্থিতিতে কোনও ভারতীয়ের যদি বিশেষ ডিপ্লোমা-ডিগ্রি থাকে, তাহলে তাঁর চাকরি পেতে আর অসুবিধা হবে না। এখানে এসএমসিআরভি (স্কিলড মাইগ্র্যান্ট ক্যাটাগরি রেসিডেন্ট ভিসা) ভিসা জারি করা হয়।
advertisement
7/10
অস্ট্রিয়া: অস্ট্রিয়ায় চাকরি পাওয়া সহজ। এখানে প্রথম ৬ মাসের জন্য ভিসা পাওয়া যায়। তবে একটা শর্ত রয়েছে। আসলে এখানে হাই লেভেল ওয়ার্কার্স ১০০-র তালিকায় ৭০ নম্বরে থাকা আবশ্যক। এছাড়াও পাসপোর্ট, ডোমেসাইল সার্টিফিকেট, স্বাস্থ্য বিমা ও এডুকেশনাল সার্টিফিকেটে থাকা বাঞ্ছনীয়।
advertisement
8/10
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়াতেও হাজার হাজার ভারতীয় রয়েছেন। এখানে ওয়ার্ক ভিসার ভিত্তিতে চাকরি পাওয়া যায়। এখানে যাঁরা চাকরির জন্য আসেন, তাঁদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা আবশ্যক। এর জন্য অন্যান্য জরুরি নথিপত্রের সঙ্গে পাসপোর্টেরও প্রয়োজন হয়।
advertisement
9/10
জার্মানি: জার্মানিতে প্রথম ৬ মাসের জন্য ভিসা পাওয়া যায়, তবে সেক্ষেত্রে বয়স ১৮ বছরের বেশি হওয়া আবশ্যক। এছাড়াও কোনও ভারতীয়ের যদি স্নাতক ডিগ্রি, ৫বছরের কাজের অভিজ্ঞতা এবং আর্থিক স্থিতিশীলতা থাকে, তবে তিনি পাসপোর্টের ভিত্তিতে ভিসা পেয়ে যেতে পারবেন। এর পাশাপাশি সাধারণত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, চাকরির কভারিং লেটার, এডুকেশনাল সার্টিফিকেট এবং স্বাস্থ্য বিমারও প্রয়োজন হয়।
advertisement
10/10
সংযুক্ত আরব আমিরশাহি: সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথম ৬০, ৯০ অথবা ১২০ দিনের জন্য ভিসা পাওয়া যায়। এখানে কাজের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল বৈজ্ঞানিক, প্রযুক্তিগত অথবা মানবিক ক্ষেত্রে দক্ষতা। যদি সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকে, তবে এখানে সহজেই চাকরি পাওয়া যায়। তবে সেক্ষেত্রে ফিনান্সিয়াল গ্যারান্টি এবং পাসপোর্ট দর্শাতে হবে।
বাংলা খবর/ছবি/চাকরি/
Foreign Jobs: বিদেশে চাকরি করতে চাইছেন? পাসপোর্ট-মার্কশিট থাকলেই হল! এই ৮ দেশ দিচ্ছে দুর্দান্ত সুযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল