TRENDING:

7th Pay Commission | DA: সামনেই মন্ত্রিসভার বৈঠক, আবারও বাড়বে ডিএ? হাতে কত টাকা আসবে, হিসেবটা বুঝে নিন

Last Updated:
গত বছর ২৮ সেপ্টেম্বর শেষবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল। তা কার্যকর হয়েছিল জুলাই থেকে। এবার যে ডিএ বাড়ানো হবে, তা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে শোনা যাচ্ছে।
advertisement
1/6
সামনেই মন্ত্রিসভার বৈঠক, আবারও বাড়বে ডিএ? হাতে আসবে কত টাকা, হিসেবটা বুঝে নিন
বেসিক পে তো ঠিক আছে। কিন্তু, এই ডিএ বাড়ার উপরেই নির্ভর করে বেতন আসলে কতটা বাড়ল। কিন্তু মহার্ঘভাতার হিসেব কষার অঙ্ক কিন্তু আদতেই বেশ কঠিন। দেখে নেওয়া যাক সেই ফর্মুলার এক ঝলক।
advertisement
2/6
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের উপরে ভিত্তি করে। ফর্মুলাটা হল - {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর - ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। তবে রাষ্টায়ত্ত কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব গত তিন মাসের এআইসিপিআই গড়ের ওপর নির্ভর করে।
advertisement
3/6
ধরা যাক, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ৪২ শতাংশ। তাহলে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেতন ১৮,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে মহার্ঘ ভাতা বাবদ ৭,৫৬০ টাকা পাবেন।
advertisement
4/6
যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয়। তবে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা, তাঁরা প্রতি মাসে মহার্ঘ ভাতা বাবদ ২২,৩০২ টাকা পাবেন।
advertisement
5/6
সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবর্ষে ৪.২৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু দশমিক পয়েন্টের হিসেবে না গিয়ে কেন্দ্রীয় সরকার সম্ভবত চার শতাংশ ডিএ বাড়িয়ে তা ৪২ শতাংশ করতে পারে বলে সূত্রের খবর।
advertisement
6/6
আপাতত এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী ৩৮ শতাংশ হারে ডিএ এবং ডিআর পেয়ে থাকেন। গত বছর ২৮ সেপ্টেম্বর শেষবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল। তা কার্যকর হয়েছিল জুলাই থেকে। এবার যে ডিএ বাড়ানো হবে, তা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে শোনা যাচ্ছে।
বাংলা খবর/ছবি/চাকরি/
7th Pay Commission | DA: সামনেই মন্ত্রিসভার বৈঠক, আবারও বাড়বে ডিএ? হাতে কত টাকা আসবে, হিসেবটা বুঝে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল