TRENDING:

Fastest-Growing Jobs : এই ৭ ক্ষেত্রে বাড়ছে চাকরির সুযোগ! তালিকা দেখে নিন এক নজরে

Last Updated:
7 Fastest-Growing Jobs in the Next 5 Years : চাকরির চাহিদা যেমন বাড়ছে তেমনি কিন্তু নানা চাকরির নানা সুযোগও তৈরি হচ্ছে। এখানে এরকমই সাতটি চাকরির কথা বলা হল যা আগামী পাঁচ বছরে আরও সুযোগ তৈরি করবে।
advertisement
1/8
এই ৭ ক্ষেত্রে বাড়ছে চাকরির সুযোগ! তালিকা দেখে নিন এক নজরে
চাকরির চাহিদা যেমন বাড়ছে তেমনি কিন্তু নানা চাকরির নানা সুযোগও তৈরি হচ্ছে। এখানে এরকমই সাতটি চাকরির কথা বলা হল যা আগামী পাঁচ বছরে আরও সুযোগ তৈরি করবে:
advertisement
2/8
১. ডেটা অ্যানিলিস্ট এবং বিজ্ঞানী: বিভিন্ন বিষয়ে ডেটার উপর নির্ভর করে নানা রকম কাজ করা হয়, নানা পরিকল্পনা করা হয়। এমনকি বড় বড় সংস্থার বহু সিদ্ধান্ত ও পরিকল্পনা নির্ভর করে এই ডেটার উপর। ব্যবসায়ীরা এইসব তথ্যের উপর ভিত্তি করে তাঁদের সমস্ত কাজ করে। তাই ডেটা অ্যানিলিস্ট চাহিদা বর্তমানে খুব বেশি এবং ভবিষ্যতে তা আরও বাড়বে।
advertisement
3/8
২. সফটওয়্যার ডেভেলপার: বর্তমান সমাজ প্রযুক্তি নির্ভরশীল। নানা রকমের যন্ত্রপাতি সফ্টওয়্যার, অ্যাপ্লিকেশন ছাড়া বর্তমান সমাজে চলা খুবই কঠিন। আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দক্ষ ডেভেলপারদেরও প্রয়োজন।
advertisement
4/8
৩. নার্স, সহকারী চিকিৎসক এবং চিকিৎসা প্রযুক্তিবিদ-সহ স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি চিকিৎসার অগ্রগতিও হচ্ছে দ্রুত তাই আরও নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে।
advertisement
5/8
৪. সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ: যেহেতু সাইবার ক্রাইম দিন দিন বেড়েই চলেছে তাই নানা সংস্থা তাদের ডিজিটাল ডেটা রক্ষা করার জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন৷ তাই এই ক্ষেত্রেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে।
advertisement
6/8
৫. আর্থিক উপদেষ্টা বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার: আর্থিক উপদেষ্টা ব্যক্তি এবং ব্যবসায়িকদের অর্থ ও বিনিয়োগ বিষয়ে নানা পরামর্শ দেয় এবং পরিচালনায় সহায়তা করে। এই ক্ষেত্রেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে।
advertisement
7/8
৬. সৌর শক্তি প্রযুক্তিবিদ: প্রচলিত শক্তির উৎসে টান পড়েছে, তাই বর্তমানে ধীরে ধীরে সকলে অপ্রচলিত শক্তির উৎস গুলিতে বেশি আগ্রহ প্রকাশ করছে। তারই মধ্যে অতি পরিচিত একটি অপ্রচলিত শক্তির উৎস হল সৌরশক্তি। তাই সৌর প্যানেল ইনস্টল এবং রক্ষণাবেক্ষণ এইসব ক্ষেত্রেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে।
advertisement
8/8
৭. ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ: বর্তমানে‌ অনলাইন ব্যবসার পরিমাণ খুবই বেড়েছে। তাই ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞও অত্যাবশ্যক। তারা ডিজিটাল মার্কেটে কীভাবে আরও ক্রেতার কাছে পণ্য এবং পরিষেবার পৌঁছে দেওয়া যায় তা প্রচারের জন্য কৌশল তৈরি করেন। তাই কাজের সুযোগ এই ক্ষেত্রেও বৃদ্ধি পাচ্ছে।
বাংলা খবর/ছবি/চাকরি/
Fastest-Growing Jobs : এই ৭ ক্ষেত্রে বাড়ছে চাকরির সুযোগ! তালিকা দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল