Durga Puja 2023: পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? সবুজে ঘেরা গ্রাম সঙ্গে শিল্পের মেলবন্ধন, ঘুরে আসুন খোয়াব গাঁ থেকে
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
পুজোর ছুটিতে ঘুরে আসতে চান। সবুজ জঙ্গলের মাঝে শিল্পের স্বাদ নিন। ঘুরে দেখুন জঙ্গলমহল ঝাড়গ্রামের খোয়াবগাঁ।
advertisement
1/8

পুজোর ছুটিতে ঘুরে আসতে চান। সবুজ জঙ্গলের মাঝে শিল্পের স্বাদ নিন। ঘুরে দেখুন জঙ্গলমহল ঝাড়গ্রামের খোয়াবগাঁ।
advertisement
2/8
গ্রামের সব বাড়ির দেওয়ালে নানা ছবি আঁকা। সেইসব দেখে ছবিও তুলে নিয়ে যাচ্ছেন পর্যটকরা। পুজোয় কদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে। (Ranjan Shrivastava)
advertisement
3/8
ঝাড়গ্রাম শহর থেকে বেশি দূরে নয় এই গ্রাম। মূলত লোধা শবর শ্রেণীর মানুষেরা নিজেদের মাটির বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছেন নানান ছবি। জঙ্গলমহল ঝাড়গ্রামের অন্যতম সুন্দর জায়গা এই খোয়াবগাঁ।
advertisement
4/8
এই গ্রামে বেশ কয়েকটি মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে। কোথাও রয়েছে সত্যজিৎ রায়, কোথাও রাধা কৃষ্ণের ছবি আবার কোথাও গ্রামীন সমাজের চিত্র।
advertisement
5/8
এই গ্রামে মূলত লোধা সম্প্রদায়ের মানুষ বাস করে। ফেলে দেওয়া নানা জিনিস, গাছের মূল-সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করছে ঘর সাজানোর নানা জিনিস। আর তার থেকে স্বনির্ভর হচ্ছেন এই গ্রামের মানুষজন।
advertisement
6/8
প্রসঙ্গত লোধা সম্প্রদায়ের মানুষজনদের জীবনযাত্রা ছিল ভিন্ন ধরনের। শাক,গুগলি তুলে কিংবা বনের কাঠ কেটে চলত সংসার। কিন্তু দিন যত বদলেছে, বদলেছে তাঁদের জীবনযাত্রাও। ঝাড়গ্রামের খোয়াবগাঁ এলাকার লোধা মানুষজন বিভিন্ন কাজের পাশাপাশি স্বনির্ভরতার লক্ষে নিজের হাতে বানাচ্ছেন কাটুম কুটুম।
advertisement
7/8
ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর নানা উপকরণ। এই গ্রামে ঘুরতে এসে পর্যটকরা কিনছেন সেই সকল ঘর সাজানোর জিনিস। আর এর থেকেই স্বনির্ভরের দিশা পাচ্ছেন তাঁরা।
advertisement
8/8
পুরুষ ও মহিলারা অবসর সময়ে বানাচ্ছেন এই কাটুন কুটুম। ২০১৮ সাল থেকে এই শিল্পকর্মে নিযুক্ত রয়েছে তারা। স্থানীয় এক প্রশিক্ষকের কাছ থেকে শিখেছেন কাটুম কুটুম তৈরি।