IPL 2021; Csk Next Captain: ধোনির হয়তো এটাই শেষ আইপিএল! এবার সিএসকে-র ক্য়াপ্টেন কে? এই চারজনের মধ্যে একজন!
- Published by:Suman Majumder
Last Updated:
Csk Captain After Ms Dhoni: ধোনির পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে! দেখে নিন সম্ভাব্য চারজনের নাম।
advertisement
1/5

অনেকেই বলছেন, শেষবার এম এস ধোনিকে আইপিএলে দেখা যাচ্ছে। তবে আকাশ চোপড়ার ভবিষ্যদ্বাণী, ধোনিকে পরেরবারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দেখা যাবে। কিন্তু যদি এই ভবিষ্যদ্বাণী না মেলে! যদি সত্যি এটাই ধোনির শেষ আইপিএল হয়! তা হলে সিএসকে-র পরের ক্য়াপ্টেন কে! যে চারজনের ব্যাপার আমরা আপনাদের জানাচ্ছে, তাঁদের মধ্যে যে কেউ ধোনির পরে সিএসকের অধিনায়ক হতে পারেন।
advertisement
2/5
মিস্টার আইপিএল। সুরেশ রায়নাকে তো এই নামেই ডাকা হয়। আইপিএলে তাঁর অভিজ্ঞতা কম নয়। রায়নার বয়স এখন ৩৪ বছর। ধোনির উত্তরসূরী হলে তিনি কম করে আরও তিন বছর চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি সামলাতে পারবেন।
advertisement
3/5
২০২০ আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক হয়েছিল ঋতুরাজ গায়কোয়াড়ের। ধোনির পর কি কমবয়সী কাউকে ক্যাপ্টেন করার কথা ভাববে চেন্নাইয়ের টিম ম্য়ানেজমেন্ট! তা হলে ঋতুরাজ হয়তো সব থেকে ভাল অপশন।
advertisement
4/5
২০২০ সালে ইওলো আর্মিতে এসেছেন শার্দুল ঠাকুর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে প্রচণ্ড আত্মবিশ্বাসী। তাঁকে সিএসকে ক্যাপ্টেন হিসাবে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
5/5
অনেকেই হয়তো বলবেন, ধোনির পর সিএসকে-র ক্যাপ্টেন হওয়ার ব্যাপারে সব থেকে বড় দাবিদার রবীন্দ্র জাদেজা। এই কথায় কোনও ভুল নেই। ধোনি নিজেও জাদেজার উপর ভরসা রাখেন। আর তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন।