পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে বিপুল গুপ্তধন, জানেন কি তার ঠিকানা ?
Last Updated:
advertisement
1/10

গুপ্তধন এই শব্দটি শুনলেই চোখ, কান সব কিছুই সতর্ক হয়ে ওঠে ৷ আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বেশি গুপ্তধন ঠিক কোথায় লুকনো আছে ? ছবি সংগৃহীত ৷
advertisement
2/10
পৃথিবীতে সব থেকে বেশি এমন ৬টি গুপ্তধন যার খোঁজ আজও চলছে ৷ হিস্টোরিক মিস্টোরিজ ডট কম এর তথ্য অনুযায়ী এই সমস্ত গুপ্তধন বেশিরভাগই দুর্ঘটনার কারণেই হারিয়ে গিয়েছে ৷ আবার কিছু কিছু ধন-সম্পত্তি জেনে বুঝে লুকিয়ে রাখা হয়েছে ৷ এই গুপ্তধন নিয়ে ঐতিহাসিকদের মধ্যেই মতভেদ আছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/10
এর মূল্য প্রায় ৬৫০০ কোটি টাকা ৷ ঐতিহাসিকরা মনে করেন দক্ষিণ আমেরিকা থেকে হাজারো প্রমাণ মিলেছে যা জানান দিয়েছে সেখানে রুপোর ভাণ্ডার আছে ৷ ১৫৭২ স্পেনের সঙ্গে যুদ্ধের পরেই সোনা ও রুপোর বিপুল ভাণ্ডার কোথায় লুকিয়ে রাখা হয়েছে ৷ ব্রিটেনের এক গবেষক সংস্থার মতে ওই গুপ্তধনের মোট মূল্য ১০০ কোটি ডলার বা ৬৫০০ কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/10
এই গুপ্তধনের মূল্য ১৩ হাজার কোটি টাকা ৷ ১৭১৫ সালে স্পেন ও কিউবা নিজেদের দেশের জন্য সব থেকে বেশি ফেরৎ পাঠিয়েছিল ৷ শোনা গিয়েছে এই গুপ্তধন ১১ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যার মূল্য ২০০ কোটি ডলার বা ১৩ হাজার কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/10
সামুদ্রিক ডাকাত ও শত্রুদের হাত থেকে বাঁচতে স্পেনের নাবিকেরা ৬ দিন নির্জন জায়গায় লুকিয়ে রেখেছিলেন গুপ্তধন ৷ ঐতিহাসিকরা মনে করেছেন ওই গুপ্তধনের বেশিরভাগ অংশই আজও সমুদ্রে লুকনো আছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/10
তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ে অনেক ধনসম্পত্তি হারিয়ে গিয়েছে ৷ সেই ধনসম্পত্তির মোট ওজন ৫৫০০ কিলো, মোট মূল্য ১১০০ কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/10
অনেক ঐতিহাসিক মনে করেন রুশ বিপ্লবের আগে সরকার এই ধন সম্পত্তি সরিলে লুকিয়ে রেখে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়েছে ৷ এখনও পর্যন্ত কেউ জানেনা ঠিকানা ৷ অনুমান করা যেতে পারে আনুমানিক মূল্য ১৭ কোটি ডলার বা ১১০০ কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/10
এই ধনসম্পত্তি মোট মূল্য ১৩০০ কোটি টাকা ৷ ১৬২২ সালে প্সেনের জাহাজ প্রবলে ঝড়ে ডুবে গিয়েছিল ৷ ডুবন্ত জাহাজে কোটিকোটি টাকা মূল্যের সোনা ছিল ৷ ১৯৮৫ সালের গণনা অনুযায়ী ৫০ হাজার কোটি ডলার মূল্যের গুপ্তধন মজুত ছিল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/10
ঐতিহাসিকরা মনে করেন আজও ১৭ টন অ্যালুমোনিয়াম বার, ১.২৮ লক্ষ সোনা ও রুপোর সিকি, ২৭ কিলো ওজনের সোনা, রুপো ৷ ৩৫ বাক্স সোনা এখনও অমিল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/10
ত্রয়োদশ শতাব্দীতে ব্রিটেন গোটা পৃথিবী শাসন করেছে ৷ ১২১৬ সালে একটি যাত্রার রাজা একটি বড় গুপ্তধনের রাজাধানীতো পৌঁছনোর জন্য ছোট ও খানখন্দ, ডোবায় ভরা এলাকা দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ কোনও কারণে সেই গাড়ি বোঝাই গুপ্তধন ডুবে গিয়েছিল ৷ সেই গুপ্তধনের আজ কোনও খোঁজ নেই ৷ আনুমানিক ৭ কোটি টাকা মূল্যের গুপ্তধন আছে ৷ ছবি সংগৃহীত ৷