৬১ বছর মহিলার প্রস্রাবে রেরচ্ছে মদ! বিরল রোগে শরীরেই তৈরি হচ্ছে মদ,জানাচ্ছেন চিকিৎকরা
Last Updated:
advertisement
1/6

▪ মহিলার প্রস্রাবে বেরচ্ছে মদ! এটা কোনও রটনা নয়, একেবারে সত্যি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ার এক মহিলার শরীরেই উৎপাদিত হচ্ছে মদ৷ অর্থাৎ শরীর যেন একেবারে মদের ফ্যাক্টরি! সারাদিন তাতে তৈরি হচ্ছে লিটার লিটার মদ, যা প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে৷
advertisement
2/6
▪ আরও অবাক করা তথ্য হল, এই মহিলা জীবনে কোনও দিন মদ ছুঁয়ে পর্যন্ত দেখেননি৷ তিনি মদ্যপান করেন না৷ আর তারই প্রস্রাবে ক্রমাগত নিঃসরিত হচ্ছে মদ! মহিলার বয়স ৬১৷
advertisement
3/6
▪ চিকিৎসকরা জানিয়েছেন যে এটি একটি বিরল রোগ৷ যার নাম ইউনারি অটো ব্রিয়রি সিনড্রোম৷ এর ফলে শরীরে মদ উৎপাদন হয়৷ এর কারণও ব্যাখ্যা করেছেন চিকিৎসকরা৷
advertisement
4/6
▪ চিকিৎসকরা জানাচ্ছেন যে শরীরে একধরণের ব্যাকটেরিয়া বা ইস্ট পরিপাক তন্ত্রে মাদকযক্ত এথানল তৈরি হচ্ছে৷ যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে আসছে৷ অর্থাৎ মহিলার ব্লাডারে গেঁজে যাওয়া সর্করার মাত্রা বাড়ছে৷ এবং তাতেই ভরে রয়েছে ব্লাডার৷
advertisement
5/6
▪ প্রথমে মনে করা হচ্ছিল যে তার সিরোসির অব লভার বা খারাপ ধরণের ডায়াবেটিসে ভুগছেন৷ তবে ফরে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পর জানা গিয়েছে যে তার শরীরেই তৈরি হচ্ছে পচা সর্করা৷ তাই শরীর থেকে বেরচ্ছে মদ৷
advertisement
6/6
▪ অ্যান্টি ফাংগাল চিকিৎসায় কোনও কাজ হয়নি৷ তাই এবার মহিলার লিভার প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷ মহিলার কারত আর্তি যেন তার পরিচয় সামনে না আনা হয়৷ তাই তার ছবি ও নাম প্রকাশ্যে আনা হয়নি৷