Shocking News: ভয়ঙ্কর! ৮০০ বার কুকুরের কামড়, ক্ষতবিক্ষত হয়েছিল ছাত্রীর মুখ... এখনকার চেহারা শিউরে ওঠার মতো
- Published by:Rachana Majumder
Last Updated:
Shocking News: কুকুরের কামড়ে এতটাই বীভৎস হয়ে যায় তার মুখ, যে হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল৷
advertisement
1/5

কুকুরকে বলা হয় মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু। কিন্তু যতই প্রভুভক্ত হোক না কেন, আসলে তো সে পশু। কেউ বলতে পারে না কখন সে আক্রমণ করতে পারে। ঠিক এমনটাই হয়েছে টেক্সাসের এক ছাত্রীর সঙ্গে।
advertisement
2/5
প্রথমবার তার উপর হামলা হয় ২০২১-এ। আটশোরও বেশিবার মুখে আঁচড়ায-কামড়ায় কুকুরটি।
advertisement
3/5
তার বাইশতম জন্মদিনের ঠিক আগের দিনই ঘটে এই মারাত্মক ঘটনা। পাশের বাড়ির কুকুরের পরিচর্যার সময়েই ঘটে সেই বিপত্তি। ঘটনার ২ বছর পরে জ্যাকলিন নিজের মুখ প্রকাশ্যে আনেন৷
advertisement
4/5
কুকুরের কামড়ে এতটাই বীভৎস হয়ে যায় তার মুখ, যে হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল৷
advertisement
5/5
নিজের ছবি শেয়ার করে জ্যাকলিন মানুষকে সতর্ক করেছেন৷ জানিয়েছেন, কুকুরও ভয়ঙ্কর হতে পারে৷