কেউ ডিজে, কেউ র্যাপার, প্রাক্তন সাংসদ, আবার কেউ সাংবাদিক! কে হবেন নেপালের প্রধানমন্ত্রী?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল পাহাড়ের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতির অভিযোগে কেপি শর্মার পদত্যাগের পরেই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা। দেখে নেওয়া যাক নেপালের প্রধানমন্ত্রী
advertisement
1/6

মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল পাহাড়ের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। (Photo- AP)
advertisement
2/6
দুর্নীতির অভিযোগে কেপি শর্মার পদত্যাগের পরেই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা। দেখে নেওয়া যাক নেপালের প্রধানমন্ত্রী পদে কারা কারা দাবিদার হতে পারেন?(Photo- AP)
advertisement
3/6
বালেন্দ্র শা- র‍্যাপার এবং রাজনীতিবিদ ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিও রয়েছে তাঁর। জেন জি আন্দোলনের অন্যতম মুখ। নির্দল প্রার্থী হিসাবে ৬১ হাজার ভোটে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। নেপালের প্রবল জনপ্রিয় তিনি। পরিচিত বালেন দাই নামে। নেপালি শব্দে যার অর্থ 'বড় দাদা'আন্দোলনের সময় ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়ে তাঁকে ঘিরে নানা পোস্ট।মঙ্গলবার কেপি শর্মা ওলির পর তিনি ফেসবুকে লেখেন, "প্রিয় জেন জি আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ তোমাদের দাবি মতো মানা হয়েছে।''এরপরেই তিনি লেখেন, "এবারে তোমাদের সংযত হতে হবে। তোমাদের চাহিদা,ইচ্ছা আমি সব বুঝতে পারছি কিন্তু এখন সংযত থাকার সময়।" (Photo- AP)
advertisement
4/6
সুদান গুরুং- নেপাল আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ৩৮ বছর বয়সী এই তরুণের জীবন বদলে যায় নেপাল ভূমিকম্পের পর থেকেই। স্ত্রী-সন্তানকে হারিয়ে তিনি 'হামি নেপাল' বলে একটি অলাভজনক এক সংস্থা চালু করেন যা গোটা নেপালে নিজেদের বিস্তার করে। মূলত ভূমিকম্প এবং পরবর্তী সাহায্যের জন্য পরিচিত। ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার আগে তিনিই প্রতিবাদ করার আর্জি জানিয়েছিলেন। এরপরেই এই আন্দোলন আরও বাড়তে থাকে। (Photo- AP)
advertisement
5/6
সুমনা শ্রেষ্ঠা- প্রধানমন্ত্রী হওয়ার আরও এক দাবিদার হলেন,৪০ বছর বয়সী প্রাক্তন সাংসদ সুমনা শ্রেষ্ঠা। আমেরিকার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ করা এই রাজনীতিবিদ প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার। নেপালের এক সময়ের বিজ্ঞান, শিক্ষা এবং কারিগরি মন্ত্রী পদে থাকা শ্রেষ্ঠার অভিজ্ঞতাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর। (Photo- AP)
advertisement
6/6
রবি লামিছানে- গিনেস বুকে নাম রয়েছে এই সাংবাদিক তথা রাজনীতিবিদের। উপ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বও সামলেছেন তিনি। দুবার উপ প্রধানমন্ত্রী এবং দুবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। গত এপ্রিল মাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে জেল থেকে বের করার ভিডিও ভাইরাল হয়। নেপালে এই সময় প্রধানমন্ত্রী পদের দৌড়ে কালো ঘোড়া হিসাবে দেখা হচ্ছে রবি লামিছানেকে। (Photo- AP)