advertisement
1/5

মার্কিন সেনার হানায় ‘নিহত’ আই এস প্রধান আবু বকর অল বাগদাদি ৷ পুরো নাম, ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল-বদরি ৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাগদাদির কুকুরের মতো মৃত্যু হয়েছে।একাধিক সূত্রে এও দাবি করা হয়েছে, মার্কিন সেনা অভিযানে ধরা পড়ে যাবে বুঝতে পেরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় বাগদাদি। এর আগে এদিন সকালেই ট্রাম্প একটি ট্যুইট করেন। লেখেন, এতে ব্যাপক জল্পনা তৈরি হয়। তারপর ট্রাম্প নিজেই দাবি করেন বাগদাদি নিহত।
advertisement
2/5
বাগদাদির জন্ম ২৮ জুন, ১৯৭১, ইরাকের সামারায় ৷ তার তিন স্ত্রী, তিন সন্তান রয়েছে বলে জানা যায় ৷ যদিও এ বিষয় মতভেদ রয়েছে ৷ বাগদাদির মাথার দাম ক্রমেই বাড়ছিল ৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭ কোটি টাকায় এসে দাঁড়ায় বাগদাদির মাথার দাম ৷
advertisement
3/5
ধর্মীয় পরিবেশেই বড় হয়েছে বাগদাদি ৷ তার বাবাও ছিলেন একজন ধর্মীয় শিক্ষক ৷ বাগদাদের সাদ্দাম ইউনিভার্সিটি ফর ইসলামিক স্টাডিজে কোরান নিয়ে পড়াশোনা ৷ এরপর সে যোগ দেয় মুসলিম ব্রাদারহুডে ৷ সাদ্দাম হুসেনের মৃত্যুর পর জেলেও যায় বাগদাদি ৷ সেখানে থেকেই আল-কায়দার ইরাকি শাখা এবং জঙ্গির সঙ্গে যোগাযোগ করে ৷ তারপর তৈরি হয় ইসলামিক স্টেট অফ ইরাক (আইএসআই) ৷ ক্রমেই আইএস-এর সর্বেসর্বা হয়ে ওঠে বাগদাদি ৷ ইরাকের পাশাপাশি সিরিয়াতেও সংগঠনের বিস্তার হয় ৷ তখন নাম হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ত বা আইএসআইএল বা আইএসআইএস ৷ খুব ভাল ফুটবলারও ছিল বাগদাদি ৷ কলেজে তাকে অনেকে ‘মারাদোনা’ বলেও ডাকত বলে শোনা যায় ৷
advertisement
4/5
মাঝেমধ্যেই বাগদাদি মৃত বলে গুজব ছড়ায় ৷ কিন্তু সবসময়েই তাকে ভুল প্রমাণ করেছে আইএস প্রধান ৷ এ বছর সেপ্টেম্বরে শেষবার তার অডিও মেসেজ প্রকাশিত হয় ৷
advertisement
5/5
শেষপর্যন্ত ২৭ অক্টোবর আমেরিকার সেনা এবং হেলিকপ্টারবাহিনীর তাড়া খেয়ে সিরিয়ায় নিজের ডেরাতেই বোমায় বাঁধা জ্যাকেটে বোতাম দিপে আত্মঘাতী বিস্ফোরণ নিহত বাগদাদি ৷