Ahmed al-Sharaa: আল-কায়েদার সদস্য থেকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, কে এই আল-শারা? কীভাবে হল এমন চমকপ্রদ উত্থান?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Who Is Syria’s New Interim President: শারা-এর সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করতে হবে। সিরিয়ার যে সব অঞ্চল বেদখল হয়ে গিয়েছে, সেখানে সরকারের শাসন ফিরিয়ে আনতে হবে। সঙ্গে স্বাভাবিক করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক। যাতে সিরিয়ার উপর জারি করা নিশেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
advertisement
1/8

রাজনৈতিক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে গোটা সিরিয়া। বাশার আল-আসাদ (Bashar al-Assad) জমানা এখন অতীত। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন বিদ্রোহী জোটের নেতা আহমেদ আল-শারা (Ahmed-Al-Sharaa)। অবস্থার পরিবর্তন হবে? না কি ফিরে আসবে সেই ‘একনায়কতন্ত্র’-ই? Photo: AP
advertisement
2/8
শারা-এর সামনে এখন অনেক চ্যালেঞ্জ। বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করতে হবে। সিরিয়ার যে সব অঞ্চল বেদখল হয়ে গিয়েছে, সেখানে সরকারের শাসন ফিরিয়ে আনতে হবে। সঙ্গে স্বাভাবিক করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক। যাতে সিরিয়ার উপর জারি করা নিশেধাজ্ঞা তুলে নেওয়া হয়। Photo: AP
advertisement
3/8
আহমেদ আল-শারা আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন। এক সময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাঁর। গৃহযুদ্ধের সময় সিরিয়ার উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল ছিল তাঁর দখলে। Photo: AP
advertisement
4/8
আল-শারার জন্ম সৌদি আরবে। আশির দশকের শেষ দিকে তাঁর পরিবার সিরিয়ায় ফিরে আসে। ২০০৩ সালে তিনি আল-কায়েদায় যোগ দেন। তাদের হয়ে আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতেন। কয়েক বছর আমেরিকার জেলেও বন্দি ছিলেন। যাইহোক, পরে আল-কায়েদার সংশ্রব ত্যাগ করে। বিদ্রোহী গোষ্ঠীগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসেন বাশারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। Photo: AP
advertisement
5/8
অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হওয়ার পরই হায়াত তাহরির আল-শাম সহ সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন আল-শারা। জানিয়ে দিয়েছেন, সবাইকে সিরিয়ার সেনাবাহিনীতে নিয়ে নেওয়া হবে। Photo: AP
advertisement
6/8
রাষ্ট্রপতির কুর্সিতে বসার পর থেকেই নিজের ‘বিদ্রোহী চরিত্র’ ঢেকেঢুকে রাখার চেষ্টা করছেন আল শারা। সেনার উর্দি ছেড়ে স্যুট টাই পরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তিনি এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চান। Photo: AP
advertisement
7/8
কিন্তু তিনি কী আদৌ সফল হবেন? আল-শারার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ মিলিয়ন ডলার। আপাতত তা তুলে নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিছু নিষেধাজ্ঞা শিথিলও করেছে। আল-শারা বলেছেন, “আজ সিরিয়ার যা প্রয়োজন, তা আগে কখনও ছিল না। আমরা আগে সিরিয়াকে মুক্ত করতে চেয়েছিলাম। এখন সিরিয়াকে পুনর্গঠন এবং উন্নত বানানো আমাদের দায়িত্ব।” Photo: AP
advertisement
8/8
আসাদ জমানার শীর্ষ কর্তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার ঘোষণাও করেছেন শারা। এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এর ফলে প্রতিশোধমূলক হামলার ঘটনা বাড়তে পারে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর সঙ্গে রয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ধর্মীয় চরমপন্থা। তাঁদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সঙ্গে মেলাতে পারবেন শারা? নিরাপত্তা দিতে পারবেন সংখ্যালঘুদের? এগুলোই এখন সবচেয়ে বড় প্রশ্ন। Photo: AP