TRENDING:

Donald Trump | Stormy Daniels: অ্যাডাল্ট মুভি স্টারের সঙ্গে 'সম্পর্ক'! মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, বেজায় বিপাকে ডোনাল্ড ট্রাম্প

Last Updated:
Donald Trump v/s Stormy Daniels: আমেরিকার এক অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। যা নিয়ে রীতিমতো ঢিঁঢিঁ পড়ে গিয়েছে গোটা আমেরিকায়।
advertisement
1/10
অ্যাডাল্ট মুভি স্টারকে মুখ বন্ধ রাখতে কোটি কোটি টাকা! ট্রাম্পের সব 'কীর্তি' ফাঁস
Donald Trump v/s Stormy Daniels: কদিন আগেই জানিয়েছিলেন। ২০২৪ এর নির্বাচনের রিপাবলিক পার্টির হয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে লড়তে চান। তার মধ্যেই বড়সড় বিপাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
advertisement
2/10
আমেরিকার এক অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। যা নিয়ে রীতিমতো ঢিঁঢিঁ পড়ে গিয়েছে গোটা আমেরিকায়। (Photo-News18)
advertisement
3/10
শুধু এই পর্যন্ত হলেও নয় কথা ছিল। শোনা গিয়েছে, এই মহিলার তারকার সঙ্গে নাকি শারীরিক সম্পর্কও হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। আর সেটাই লুকোতে চেয়েছিলেন ট্রাম্প। (Photo-News18)
advertisement
4/10
সেটা ২০০৬ সালের কথা। নিজের বই 'ফুল ডিসক্লোজার'-এ স্টর্মি ড্যানিয়েলস দাবি করেছেন, ২০০৬ সালে, একটি গলফ টুর্নামেন্টে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরিচয় হয়। তারপরেই...(Photo-News18)
advertisement
5/10
এরপর সরাসরি ২০১৬ সাল। মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে শামিল হয়েছেন আমেরিকার অন্যতম বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে নাকি স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার 'হাশ মানি' দিয়েছিলেন তিনি। (Photo-News18)
advertisement
6/10
মার্কিন আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই 'হাশ মানি' দেওয়ার অভিযোগ এনেছিলেন ডেমোক্র্যাটিক দলের সদস্য তথা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ বুধবার ট্রাম্পকে ওই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত।(Photo-News18)
advertisement
7/10
ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল ক্যারেনের কাছে ওই অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের অতীতের কেলেঙ্কারির কথা যাতে সকলের সামনে না চলে আসে, তাই মুখ বন্ধ রাখার জন্য স্টর্মিদের মোটা টাকা দিয়েছিলেন ট্রাম্প।
advertisement
8/10
যদিও ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি যাতে চব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, তা নিশ্চিত করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। কোহেন অবশ্য ইতিমধ্যেই ভোটপ্রচারে নীতি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। কিন্তু, কে এই স্টর্মি ড্যানিয়েল্স, যাঁর জন্য ট্রাম্পের আজ এই দশা?
advertisement
9/10
অ্যাডাল্ট ফিল্ম অভিনেত্রা স্টর্মি ড্যানিয়েল্স হিসাবে পরিচিত হলেও এই মহিলার আসল নাম স্টেফনি গ্রেগরি বিলফোর্ড। খুব ছোট বয়সেই স্টেফনির বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। পরে মায়ের কাছেই মানুষ হন তিনি। মাত্র ৯ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।
advertisement
10/10
অ্যাডাল্ট ফিল্মে অভিনয়কে পেশা হিসাবে বেছে নিলেও পরবর্তীকালে ২০০৯ এবং ২০১০ সালে সেনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trump | Stormy Daniels: অ্যাডাল্ট মুভি স্টারের সঙ্গে 'সম্পর্ক'! মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, বেজায় বিপাকে ডোনাল্ড ট্রাম্প
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল