TRENDING:

Los Angeles fire: লস অ্যাঞ্জলেসের আগুন ঠেকাতে এখন এটাই ভরসা, গোলাপি এই পাউডার আসলে কী, জানেন?

Last Updated:
১৯৬০-এর দশক থেকেই এই পাউডারের ব্যবহার আমেরিকায় খুবই জনপ্রিয়৷ শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বেই আগুন প্রতিরোধে এই পাউডার খুবই জনপ্রিয়৷
advertisement
1/7
লস অ্যাঞ্জলেসের আগুন ঠেকাতে এখন এটাই ভরসা, গোলাপি এই পাউডার আসলে কী, জানেন?
লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানল নিয়ন্ত্রণে আনতে বিমান এবং হেলিকপ্টার থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এক ধরনের গোলাপি রংয়ের পাউডার৷ কিন্তু এই গোলাপি রংয়ের পাউডার আসলে কী? ছবি- এএফপি
advertisement
2/7
এই গোলাপি রংয়ের পাউডারের নাম ফস-চেক৷ আগুনকে নিয়ন্ত্রণ করতে ১৯৬০-এর দশক থেকেই এই পাউডারের ব্যবহার আমেরিকায় খুবই জনপ্রিয়৷ ছবি- এএফপি
advertisement
3/7
শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বেই আগুন প্রতিরোধে এই পাউডার খুবই জনপ্রিয়৷ পেরিমিটার সলিউশনস নামে একটি সংস্থা এই বিশেষ পাউডার তৈরি করে৷ এই পাউডারের রং উজ্জ্বল গোলাপি করার পিছনেও কারণ রয়েছে৷ ছবি- এএফপি
advertisement
4/7
গাঢ় গোলাপি রংয়ের হওয়ায় বিমানচালক এবং দমকলকর্মীরা দূর থেকে দেখেই বুঝে নিতে পারেন আগুন নেভানোর জন্য কোথায় কোথায় এই ফস-চেক পাউডার আগেই ব্যবহার করা হয়েছে৷ উন্মুক্ত সূর্যের আলোয় কিছুদিন থাকলে এই পাউডারের রং ধীরে ধীরে ফিকে হতে থাকে এবং একসময় তা পরিবেশের সঙ্গে মিলিয়ে যায়৷ ছবি- এএফপি
advertisement
5/7
নিউ ইয়র্ক টাইমস-এর একটি রিপোর্ট অনুযায়ী, ফস-চেক নামে এই পাউডার আগুন নেভায় না, বরং আগুন যাতে বনাঞ্চল এবং বাড়ি ঘরের মতো দাহ্য কিছুতে ছড়িয়ে না পড়তে পারে তার জন্য আস্তরণ হিসেবে ব্যবহার করা হয়৷ ছবি- এএফপি
advertisement
6/7
মূলত অ্যামোনিয়াম ফসফেট দিয়ে তৈরি এই পাউডার অক্সিজেনের সাহায্যে আগুন ছড়িয়ে পড়াকে প্রতিরোধ করে৷ চরম আবহাওয়া বা তাপমাত্রাতেও এই পাউডার কার্যকরী থাকে৷ যেসব দুর্গম অঞ্চলে নীচ থেকে দমকলকর্মীদের পক্ষে আগুন নিয়ন্ত্রণ আনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেখানেই মূলত এই পাউডার ব্যবহার করা হয়৷ ছবি- এএফপি
advertisement
7/7
তবে এই ধরনের পাউডার পরিবেশের পক্ষে এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কারণ এই পাউডারগুলি তৈরি করত যে ভারী ধাতুর ব্যবহার হয়, পরিবেশের উপরে সেগুলির সুদুরপ্রসারী প্রভাব পড়ে৷ ছবি- এএফপি
বাংলা খবর/ছবি/বিদেশ/
Los Angeles fire: লস অ্যাঞ্জলেসের আগুন ঠেকাতে এখন এটাই ভরসা, গোলাপি এই পাউডার আসলে কী, জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল