Tropical Cyclone: ফের অশনি সঙ্কেত...! ভারত মহাসাগরে বুকে ফুঁসছে ভয়ানক ঘূর্ণিঝড়, কয়েক ঘণ্টার ভিতরেই বিরাট আকার ধারণ করতে পারে... সব ছারখার?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Tropical cyclone: হাওয়া অফিস সূত্রে খবর, ভারত মহাসাগরের বুকে তৈরি হচ্ছে এক সাইক্লোন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এটি বড় আকার ধারণ করতে পারে।
advertisement
1/6

হাওয়া অফিস সূত্রে খবর, ভারত মহাসাগরের বুকে তৈরি হচ্ছে এক সাইক্লোন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এটি বড় আকার ধারণ করতে পারে।
advertisement
2/6
কোকজ দ্বীপের দক্ষিণে ঝড়টিকে ট্র্যাক করা গিয়েছে। এটির অবস্থান পারথ থেকে অন্তত ২৭৫০ কিমি উত্তর-পশ্চিমে। এই ঝড় থেকে ক্ষতির তেমন সম্ভাবনা নেই। এটি তৈরি হচ্ছে উপকূল থেকে বহু দূরে।
advertisement
3/6
জলবায়ুর পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী সাইক্লোন বা ঘূর্ণিঝড় আঘাত হানে, যা জনজীবনে বিপর্যয় সৃষ্টি করে। কখনও ভারত মহাসাগরে, কখনও প্রশান্ত মহাসাগর, আবার কখনও আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়গুলো সব ধ্বংস করে দেয়।
advertisement
4/6
পৃথিবীর আবর্তন গতির জন্য দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে এবং উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে ঘুরতে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এভাবে ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয়।
advertisement
5/6
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ এমনকী, কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/6
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷