TRENDING:

স্যুটকেস ভর্তি পুতিনের মলমূত্র! ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনেও সঙ্গে আনেন রক্ষীরা! কেন জানেন?

Last Updated:
Putin's Poop Suitcase: এতে নেই কোনও নথি বা অস্ত্র, বরং এর ব্যবহার শরীরবৃত্তীয় বর্জ্য, অর্থাৎ (Vladimir Putin) প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ ও বহনের জন্য। কিন্তু কেন? কেন এই অদ্ভুত ব্যবস্থা? 
advertisement
1/9
স্যুটকেস ভর্তি পুতিনের মলমূত্র! ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনেও সঙ্গে আনেন রক্ষীরা! কেন?
বিশ্বের দুই প্রভাবশালী নেতার উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক। ক্যামেরার ফ্ল্যাশে আলো ঝলমল মঞ্চ, চোখ রাখছে গোটা বিশ্ব। কিন্তু সেই আলো-আড়ালের বাইরে এক অদ্ভুত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা—(Vladimir Putin) প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দেহরক্ষীদের হাতে বিশেষ এক স্যুটকেস।
advertisement
2/9
তবে এতে নেই কোনও নথি বা অস্ত্র, বরং এর ব্যবহার শরীরবৃত্তীয় বর্জ্য, অর্থাৎ প্রেসিডেন্টের (Vladimir Putin) মলমূত্র সংগ্রহ ও বহনের জন্য। কিন্তু কেন? কেন এই অদ্ভুত ব্যবস্থা?  
advertisement
3/9
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরের রুটিনেরই অংশ এই ‘পুপ স্যুটকেস’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২০২৫ সালের আলাস্কার বৈঠকের সময়ও পুতিনের দেহরক্ষীরা এই স্যুটকেস বহন করেছেন বলে খবর প্রকাশ করেছে Express US।
advertisement
4/9
ফরাসি ম্যাগাজিন Paris Match-এর এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছিল, রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিস (FSO)-এর সদস্যরা বিদেশ সফরে প্রেসিডেন্টের মলমূত্র বিশেষ প্যাকেটে সংগ্রহ করে, তারপর বিশেষ ব্রিফকেসে মস্কোতে নিয়ে আসেন। ২০১৭ সালে ফ্রান্স সফর এবং ২০১৯ সালে সৌদি আরব সফরের সময়ও একইভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
advertisement
5/9
সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির অফিসার রেবেকা কফলার Fox News-কে জানান, পুতিন আশঙ্কা করেন বিদেশি গোয়েন্দারা তাঁর জৈবিক বর্জ্য বিশ্লেষণ করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করতে পারে।
advertisement
6/9
এই আশঙ্কার কারণও রয়েছে। ৭২ বছর বয়সী পুতিনের শারীরিক সমস্যা নিয়ে নানা জল্পনা আগেই ছড়িয়েছে। গত নভেম্বরে কাজাখস্তানের আস্তানায় এক সাংবাদিক বৈঠকে তাঁর পায়ে কাঁপুনি দেখা যায়, যা অনেক বিশেষজ্ঞ পার্কিনসন্স রোগের লক্ষণ হতে পারে বলে দাবি করেছিলেন।
advertisement
7/9
এর আগেও, ২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে বসে থাকার সময় পুতিনকে অস্বস্তিকরভাবে কাঁপতে দেখা যায়।
advertisement
8/9
২০২২ সালে আরও এক ধাপ এগিয়ে যায় জল্পনা—জেনারেল SVR নামের টেলিগ্রাম চ্যানেল দাবি করেছিল, পুতিন হঠাৎ পড়ে গিয়ে নিজেকে নোংরা করেছিলেন। যদিও সে সময় ক্রেমলিন সেই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেয়।(AP Photo/Jae C. Hong)
advertisement
9/9
অর্থাৎ, পুতিনের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা এবং তাঁর শরীরবৃত্তীয় নমুনা ব্যবহার করে বিদেশি শক্তিগুলো যেন তাঁর স্বাস্থ্য সম্পর্কে তথ্য না পায়--- এই উদ্দেশ্যেই মলমূত্র জাতীয় বর্জ্য জমা করার জন্য স্যুটকেস নিয়ে ঘোরেন রক্ষীরা। যাতে নমুনা অন্য কারও কাছে না যায়। 
বাংলা খবর/ছবি/বিদেশ/
স্যুটকেস ভর্তি পুতিনের মলমূত্র! ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনেও সঙ্গে আনেন রক্ষীরা! কেন জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল