Viral Pic: বড় কোনও বিপদ? রাতারাতি হাজার হাজার এমন আজব প্রাণী জড়ো হচ্ছে, ভয় পাচ্ছেন সকলে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral Pic: এমন আজব প্রাণী দেখে অনেকে ভয়ও পেয়ে যান
advertisement
1/8

প্রথম দেখাতে অনেকেই ভাববেন জেলিফিস। কিন্তু আজতে তা কিন্তু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে এমন প্রাণীই হইচই ফেলে দিয়েছে। (ছবি-MediaNews Group)
advertisement
2/8
সম্প্রতি সেখানে একটি সমুদ্র সৈকতে এক ব্যক্তি চলাফেরা করছিলেন। তিনি সমুদ্র সৈকতের পাশে আজব এক ধরনের প্রাণীর সন্ধান পান।
advertisement
3/8
অনেকে এই প্রাণীটিকে দেখে জেলিফিশ ভেবে বসেন। কেউ কেউ তো আবার, এক পা এগিয়ে এই প্রাণীটিকে এলিয়েন আখ্যাও দিয়ে দেন। কিন্তু এমনটা ভাবার কোনও কারণ নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
এমন আজব প্রাণী দেখে অনেকে ভয়ও পেয়ে যান। কারণ, সচরাচর এমন প্রাণী সমুদ্র তীরে দেখা যায় না। অনেকে এমন প্রাণী আগে কখনও দেখেননি।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
আদতে এই প্রাণীটির নাম Velella velella। সাধারণত গভীর সমুদ্রে এই প্রাণী বাস করে। কোনও কারণে ওই সমুদ্র সৈকতে এই প্রাণীগুলি চলে এসেছিল। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
এই প্রাণীর আকৃতি অনেকটা গোল চাকতির মতো হয়। ছোট জলজ প্রাণী খেয়েই এই প্রাণী থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
Velella velella সাধারণত নীল আকৃতির হয়। তবে কীভাবে এতোগুলো প্রাণী সমুদ্রতীরে চলে এল তা স্পষ্ট নয়।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
তবে বিজ্ঞানীদের দাবি, এই প্রাণী একবার সমুদ্রতীরে চলে এলে মৃত্যু অনিবার্য। কারণ, এটি ফের সমুদ্র চলে যেতে পারে না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)