Viral News: ঝড়ের গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘এই’ বিশাল আকারের পাথর, বিজ্ঞানীরা রয়েছেন সতর্ক, কী হবে
- Published by:Debalina Datta
Last Updated:
Viral News: এই অ্যাস্টরয়েড ১৮৭০ থেকে ৪২৬৬ ফুট বড়৷ নাসা মনে করছে ১৬ ফেব্রুয়ারি এই পাথর পৃথিবীর ৪৫ লক্ষ কিলোমিটার অবধি আসবে বলে মনে করা হচ্ছে...
advertisement
1/5

কলকাতা: মহাকাশে নিরন্তর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে৷ যা সব সময় সাধারণ মানুষদের কাছে প্রত্যক্ষ না হলেও মহাকাশ বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীরা নিরন্তর এই নিয়ে রিসার্চ চালাতে থাকে৷ প্রতিটা বিষয় নিয়ে চিন্তা করার মতো অবশ্য হয় না৷ তাঁরা এতটা জানেন যে যে সব ঘটনা ঘটে সব কিছু নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই৷ Photo- Representative
advertisement
2/5
তবে এবার একটা ঘটনা ঘটতে চলেছে যা নিয়ে শিহরণ হতেই পারে৷ বিজ্ঞানীরা একটি বিশাল আকারের পাথর নিয়ে বিশেষ চিন্তান্বিত কারণ সেটি পৃথিবীতে ধাক্কা খেতেই পারে বলে পূর্বানুমান করছেন জ্যোতির্বিজ্ঞানীরা৷ এখুনি এই নিয়ে অত্যন্ত আশঙ্কিত না হলেও এই ঘটনা ঘটবে এমনটাই মত৷ Photo- Representative
advertisement
3/5
ডেইলি স্টার নিউজ ওয়েব সাইটের রিপোর্ট অনুযায়ী যা আমেরিকা স্পেস এজেন্সি নাসা বিশাল আকারের পাথরকে ট্র্যাক করছে৷ এখন খবর এসেছে এই পাথর পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে পারবে৷ এই পাথরই পৃথিবীর অত্যন্ত কাছে চলে এসে সংঘর্ষ হবে৷ এই বিশাল অ্যাস্টরয়েডেক নাম 199145 (2005 YY128) এই রাখা হয়েছে৷ এই পাথরটি প্রায় ১ কিলোমিটার চওড়া৷ বৈজ্ঞানিকরা আপডেট দিয়েছেন পৃথিবীর কক্ষপথে ঢুকে যাবে এই অ্যাস্টরয়েড৷ Photo Courtesy- NASA
advertisement
4/5
পৃথিবীর পাশ দিয়ে যাবে এই পাথর, বৈজ্ঞানিকরা জারি করেছেন সম্ভাবনা এই অ্যাস্টরয়েড ১৮৭০ থেকে ৪২৬৬ ফুট বড়৷ নাসা মনে করছে ১৬ ফেব্রুয়ারি এই পাথর পৃথিবীর ৪৫ লক্ষ কিলোমিটার অবধি আসবে বলে মনে করা হচ্ছে তবে নাসা এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে এই পাথর পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে, তাই এখনই প্যানিক না করলেও চলবে এমনটাই পরামর্শ নাসার৷ Photo- Representative
advertisement
5/5
কিছুদিন আগেও অ্যাস্টরয়েড খুব কাছ দিয়ে গিয়েছিল সদ্য সদ্যই আরও একটি অ্যাস্টরয়েড পৃথিবীর একেবারে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল৷ রিপোর্ট অনুযায়ি 2023 BU - ২১ জানুয়ারি হয়েছিল৷ আমেরিকার ওপর দিয়ে সেই মহাজাগতিক পাথর রাতের সাড়ে বারোটার সময় পার করে গিয়েছিল৷ এই অ্যাস্টরয়েড পৃথিবীর ৩৫০০ কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল৷ এর অর্থ এই অ্যাস্টরয়েড পৃথিবীর চারপাশে থাকা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট থেকে ১০ গুণ কাছে এসে গিয়েছিল৷ এই পাথরের কারণে পৃথিবীর কোনও ক্ষতি হয়নি কারণ এর সাইজ ছিল ১১ ফুট থেকে ২৮ ফুট অবধি৷ অর ৮২ ফুটের থেকে ছোট পাথর পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা মাত্রই তা জ্বলে যায়৷ Photo- Representative