Viral news: জুয়া খেলতে গিয়ে দেনায় জর্জরিত, শোধ করতে কবর খুঁড়ে কাকুর কঙ্কাল চুরি যুবকের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Viral news: দেনার দায় বড় দায়। দেনার দায়ে পড়ে মানুষকে কী না কী হারাতে হয়! তবে দেনার দায়ে পড়ে কাকুর কঙ্কাল চুরির ঘটনা বিরল। রীতিমতো কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে।
advertisement
1/5

দেনার দায় বড় দায়। দেনার দায়ে পড়ে মানুষকে কী না কী হারাতে হয়! তবে দেনার দায়ে পড়ে কাকুর কঙ্কাল চুরির ঘটনা বিরল। রীতিমতো কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে।
advertisement
2/5
সাউথ চায়না পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর ভিয়েতনামে। জুয়ার নেশা সর্বনাশা। জুয়ার ফাঁদে পড়ে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা দেন হয়েছিল যুবকের। দেনার দায়ে পড়ে কী ভাবে ঋণ শোধ করবেন তা বুঝতেই পারছিলেন না যুবক। প্রতীকী ছবি।
advertisement
3/5
যুবকের নাম লু থান নাম, বয়স ৩৭ বছর। দেনা মেটাতে বেলচা দিয়ে কাকুর কবরে ২০ সেমি কবর খোঁড়ে। তারপর কঙ্কালের কিছু অংশ চুরি করে আশপাশের জঞ্জাল দিয়ে ভরাট করে দেন। প্রতীকী ছবি।
advertisement
4/5
কবরে থাকা মৃতদেহটি লু থান হৈয়ের, চার বছর আগে তিনি প্রয়াত হন। কঙ্কাল চুরি করার পরে অভিযুক্ত যুবক, মৃত ব্যক্তির স্ত্রীকে ফোনে হুমকি দেয়। টাকা দিলে তারপরেই পাওয়া যাবে বলে হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশে খবর দিলে কঙ্কাল আর পাওয়া যাবে না বলেও জানানো হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে এবং নামকে গ্রেফতার করে। সেই সঙ্গে চুরি যাওয়া হাড়ও উদ্ধার করা হয়। প্রতীকী ছবি।