TRENDING:

ভিসা নিয়মে আরও কঠোর ট্রাম্প, ভারতীয়রা দ্রুত পাচ্ছেন না B1, B2 অ্যাপয়েন্টমেন্ট, কতদিন করতে হবে অপেক্ষা?

Last Updated:
US Visa Rules: মার্কিন যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসা (NIV) সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল ওয়াশিংটন। এখন থেকে আবেদনকারীদের নিজস্ব নাগরিকত্বের দেশ বা আইনি বাসস্থানের দেশেই ইন্টারভিউ বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফলে তৃতীয় দেশে গিয়ে দ্রুত ইন্টারভিউ দেওয়ার যে সুযোগ এতদিন কার্যকর ছিল, তা আর রইল না।
advertisement
1/6
ভিসা নিয়মে আরও কঠোর ট্রাম্প, ভারতীয়রা দ্রুত পাচ্ছেন না B1, B2 অ্যাপয়েন্টমেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসা (NIV) সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল ওয়াশিংটন। এখন থেকে আবেদনকারীদের নিজস্ব নাগরিকত্বের দেশ বা আইনি বাসস্থানের দেশেই ইন্টারভিউ বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফলে তৃতীয় দেশে গিয়ে দ্রুত ইন্টারভিউ দেওয়ার যে সুযোগ এতদিন কার্যকর ছিল, তা আর রইল না।
advertisement
2/6
যে সব ভারতীয়দের স্বল্প সময়ের নোটিশে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে হবে, তাঁদের আর অন্য দেশে দ্রুত B1 (ব্যবসায়িক) বা B2 (পর্যটক) ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুবিধা থাকবে না। অনেকেই কোভিড-19 মহামারীর সময়ে এই পদ্ধতিতে ভিসা পাওয়ার উপর নির্ভর করেছিলেন, কারণ সেই সময় ভারতে বিশাল আবেদন জমা পড়ার কারণে ওয়েটিং-এর সময় তিন বছর পর্যন্ত বেড়ে যায়। তবে এবার যদি এমন পরিস্থিতি আবার দেখা দেয়, তাহলে সেই নমনীয়তা আর পাওয়া যাবে না।
advertisement
3/6
অ-অভিবাসী ভিসা বিভিন্ন ধরনের বিভাগকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, অস্থায়ী কর্মী এবং মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তিরা। নতুন এই বিধিনিষেধ ট্রাম্প প্রশাসনের অধীনে ভিসা নিয়ম কঠোর করার জন্য প্রবর্তিত ধারাবাহিক পরিবর্তনেরই এক অংশ।
advertisement
4/6
মহামারী চলাকালীন ভারতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের উপর চাপ কমাতে তৃতীয় দেশে আবেদন করার বিকল্পটি মূলত অনুমোদিত হয়েছিল। সর্বশেষ সংশোধনীর মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দপ্তর (DoS) সেই ছাড় প্রত্যাহার করেছে। অভিবাসন প্ল্যাটফর্ম দ্য ভিসা কোডের প্রতিষ্ঠাতা জ্ঞানমূকান সেন্থুরজোতির মতে, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ছাত্র (F-1) বা দর্শনার্থী (B1/B2) ভিসার জন্য আবেদনকারী অনেক ব্যক্তি কিছু ক্ষেত্রে কর্ম ভিসা নবায়নের জন্যও আবেদন করেছিলেন, তাঁদের এখন নতুন কাঠামোর অধীনে পুনরায় আবেদন করতে হবে।
advertisement
5/6
এটি পর্যটন, ব্যবসায়িক ভ্রমণকে কীভাবে প্রভাবিত করবে?পর্যটক এবং ব্যবসায়িক ভ্রমণকারী উভয়ের জন্যই নতুন নীতি ভ্রমণ পরিকল্পনাকে উল্লেখযোগ্যভাবে জটিল করে তুলবে। এর আগে অনেক আবেদনকারী দুবাই বা ব্যাংককের মতো কাছাকাছি দেশগুলিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করে দীর্ঘ অপেক্ষার সময় কমাতে সক্ষম হয়েছিলেন। এই বিকল্পটি এখন বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে ব্যবসায়িক সভা, পারিবারিক অনুষ্ঠান বা ছুটির জন্য জরুরি ভ্রমণের প্রয়োজন এমন ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধান আর রইল না। অবসর এবং কর্মক্ষেত্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তার কারণে এই পরিবর্তন অসংখ্য ভ্রমণ পরিকল্পনা ব্যাহত করতে পারে।
advertisement
6/6
সংশোধিত নিয়মের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আবেদনকারীদের এখন তাঁদের সময়সূচি সাজানোর সময়ে তাঁদের নিজের দেশে প্রসেসের দীর্ঘ সময়ের কথাও বিবেচনা করতে হবে। পর্যটকদের ভ্রমণপথ ব্যালেন্স করা, এমনকি আরও নমনীয় ভিসার গন্তব্য নির্বাচন করতে হতে পারে। ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য এটি আগাম পরিকল্পনার উপরে আরও জোর দেয়, কারণ শেষ মুহূর্তে ভ্রমণের ব্যবস্থা করা আরও কঠিন হবে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ভিসা নিয়মে আরও কঠোর ট্রাম্প, ভারতীয়রা দ্রুত পাচ্ছেন না B1, B2 অ্যাপয়েন্টমেন্ট, কতদিন করতে হবে অপেক্ষা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল