US President salary: ২৩ বছর বাড়েনি, আমেরিকার প্রেসিডেন্টের বেতন এখন কত? সঙ্গে রয়েছে আরও সুবিধে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বেতন ছিল বছরে ২০০০ হাজার ডলার৷
advertisement
1/9

ডোনাল্ড ট্রাম্প না কি কমলা হ্যারিস, আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে কে হোয়াইট হাউজে পা রাখবেন, তা জানতে আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না৷ আজই শেষ হবে আমেরিকার ভোটদান প্রক্রিয়া৷ তার পর শুরু হবে ভোট গণনা৷
advertisement
2/9
আমেরিকার প্রেসিডেন্ট বছরে চার লক্ষ মার্কিন ডলার বেতন পান৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকার সমান৷
advertisement
3/9
তবে বলে রাখা ভাল, আমেরিকার প্রেসিডেন্টের বেতন শেষ বার বেড়েছিল ২৩ বছর আগে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে৷ দু দশক বেতন না বাড়লেও এখনও আমেরিকান প্রেসিডেন্টের বেতনই বিশ্বের অন্যান্য দেশের নিরিখে প্রথমের দিকেই রয়েছে৷
advertisement
4/9
আমেরিকার প্রেসিডেন্ট বছরে চার লক্ষ মার্কিন ডলার বেতন পান৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকার সমান৷
advertisement
5/9
এই মূল বেতনের সঙ্গে প্রতি বছর দফতরের কাজকর্ম সামলানোর খরচ বাবদ অতিরিক্ত প্রায় ৪২ লক্ষ টাকা ভাতা হিসেবে পান মার্কিন প্রেসিডেন্ট৷
advertisement
6/9
তাছাড়াও প্রত্যেকবার নতুন প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব নেন, তিনি বাড়ি এবং অফিস সাজানোর প্রাথমিক খরচ বাবদ এককালীন ১ লক্ষ ডলার পান৷ ভারতীয় মুদ্রায় যা ৮৪ লক্ষ টাকার সমান৷
advertisement
7/9
এই টাকায় প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজকে সাজানো, প্রয়োজন অনুযায়ী সংস্কারের কাজে খরচ করতে পারবেন নতুন প্রেসিডেন্ট৷
advertisement
8/9
আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বেতন ছিল বছরে ২০০০ হাজার ডলার৷ যা অষ্টদশ শতাব্দীর নিরিখে যথেষ্টই মোটা অর্থ৷
advertisement
9/9
এর পর সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বেতনও বেড়েছে৷ শেষ বার ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশের আমলে প্রেসিডেন্টের বেতন বাড়িয়ে বছরে চার লক্ষ ডলার করা হয়৷