Viral: শুনলে চমকে যাবেন ভুতুড়ে এই শহরের কথা! মাটির নিচে বছরের পর বছর জ্বলছে আগুন!
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

১৯৬০-এর শুরুর দিকে প্রায় ১ হাজার জন লোক নিয়ে গোটা শহর গমগম করত। কিন্তু নিয়তির এমন পরিহাস যে ধীরে ধীরে গোটা শহরটাই জনমানবহীন হয়ে পড়ে।
advertisement
2/5
১৯৬২ সালে মাটির তলায় আগুন লেগে যায়। আদতে ওই শহরের তলায় অনেক কয়লা ছিল, একসময় শহরের মাটির তলায় আগুন লেগে যায়। ফলে গোটা শহরজুড়ে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়।
advertisement
3/5
এরপর থেকেই এই শহরকেই 'ঘোস্ট টাউন' বা ভূতের শহর বলা হতে শুরু করা হয়। এলাকা একদম জনমানবহীন হয়ে পড়ে। গোটা শহর বসবাসযোগ্যহীন হয়ে পড়ে।
advertisement
4/5
মাটির তলায় সমানে আগুন জ্বলতে থাকার ফলে কিছু কিছু জায়গায় তাপমাত্রা প্রায় ৪৮০ সেলসিয়াস ডিগ্রি ছাড়িয়ে যায়। তাই বসবাস অযোগ্য হয়ে পড়ে মানুষের পক্ষে।
advertisement
5/5
১৯৯০ সালে পেনিসেলভিনিয়া দফতর থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে এই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, সেই উদ্দেশ্য সফল হয়নি। তারপর থেকেই এই শহর পুরোপুরি জনমানবহীন হয়ে পড়ে।