advertisement
1/5

ইন্দোনেশিয়ায় সুনামি ৷ যার জেরে প্রাণ গেল ৪৩জনের ৷ আহত ৬০০-রও বেশি ৷ ক্রাকাতোয়ায় অগ্নুৎপাতের জেরে এই সুনামি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট আছড়ে পড়ে সুনামি ৷ সমুদ্রের আশেপাশের বহু বাড়ি ও হোটেল তলিয়ে গিয়েছে জলের তলায় ৷ কোনও আগাম সতর্কতা ছিল না। ফলে ক্ষতক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করছে ইন্দোনেশিয়া সরকার।Antara Foto/Adwit B Pramono/ via REUTERS
advertisement
3/5
আবহাওয়া দফতর সূত্রের খবর গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ন’টায় সুনামি ৷Antara Foto/Muhammad Bagus Khoirunas/ via REUTERS
advertisement
4/5
সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাবার পাডেংল্যাং অঞ্চলের বানতেন এলাকা ৷ এখানেই রয়েছে উজাং কুলোন ন্যাশানল পার্ক ৷ Antara Foto/Muhammad Bagus Khoirunas/ via REUTERS
advertisement
5/5
৩৩জনের মৃত্যুর খবর মিলেছে এই এলাকা থেকেই ৷ ২০০৪ সালে ভয়ঙ্কর এক সুনামির আঘাতে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়া। মারা যান ১,২০,০০০ জন মানুষ। যদিও এবার গতবারের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম।Antara Foto/Muhammad Bagus Khoirunas/ via REUTERS