চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, ২২ ফুট জলোচ্ছাসের পূর্বাভাসের পর পর্যটকশূন্য জনপ্রিয় দ্বীপগুলি
Last Updated:
advertisement
1/8

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পাবুকের জেরে দক্ষিণ চিন সাগর সংলগ্ন অঞ্চলে জারি হয়েছে ভারি সতর্কবার্তা । আগামী ৫ তারিখে আন্দামান সাগরেও ধেয়ে আসতে পারে পাবুক। (প্রতীকী ছবি)
advertisement
2/8
পাবুকের সতর্কবার্তার জেরে কোহ ফানগান ও কোহ তাও-থাইল্যান্ডের দুটি জনপ্রিয় দ্বীপ ছাড়তে বাধ্য হয়েছেন পর্যটকরা। (প্রতীকী ছবি)
advertisement
3/8
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, পাবুকের জেরে ভারি বৃষ্টি, ঘন্টায় ১০৪ কিলোমিটার ঝোড়ো হাওয়ার পাশাপাশি সমুদ্রে প্রায় ২২ ফুট জলোচ্ছাসের সৃষ্টি করতেও পারে , এই খবর প্রকাশ্যে আসতেই দ্বীপের নানা রিসর্ট ছেড়েছেন পর্যটকরা। (প্রতীকী ছবি)
advertisement
4/8
বুধবার থেকেই প্রায় জনশূন্য থাইল্যান্ডের এই জনপ্রিয় দুটি দ্বীপ । প্রসঙ্গত, স্বাভাবিক বর্ষাকালের বাইরে পাবুক গত ৩০ বছরের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় ।(প্রতীকী ছবি)
advertisement
5/8
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, পাবুকের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কোহ ফানগান, কোহ তাও ও কোহ সামুই-এই ৩ টি দ্বীপে। (প্রতীকী ছবি)
advertisement
6/8
থাই আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রবল জলোচ্ছাসের সূত্রপাত হতে পারে থাই গালফে। বুধবারেই কোহ সামুই দ্বীপে নিষেধাজ্ঞা অবজ্ঞা করে সমুদ্রে যাওয়ায় মৃত্যু হয়েছে এক রাশিয়ান পর্যটকের । (প্রতীকী ছবি)
advertisement
7/8
AFP সূত্রের খবর অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০পর্যটক এই দ্বীপগুলি ছেড়ে চলে গিয়েছেন । (প্রতীকী ছবি)
advertisement
8/8
লাও ভাষায় পাবুক শব্দের অর্থ ক্যাটফিশ । দক্ষিণ আন্দামান সাগরের ক্রাবিতেও ভারি বৃষ্টিপাত হতে পারে।(প্রতীকী ছবি)