TRENDING:

পার্টি করে বেসামাল ? হ্যাংওভার কাটানোর ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের

Last Updated:
advertisement
1/7
পার্টি করে বেসামাল ? হ্যাংওভার কাটানোর ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের
•• রাতে চুটিয়ে পার্টি করেছেন ৷ আর আজ বড়দিন ৷ পার্টিতে মাতোয়ারা কলকাতা থেকে কানাডা ৷ বন্ধুদের নিয়েই মত্ত ছিলেন মাঝরাত অবধি৷ পেগের পর পেগ গলায় পড়েছে ৷ হুইস্কি, ব্র্যান্ডির সঙ্গে ডিয়ার বিয়ারও বাদ যায়নি ৷ অ্যালকোহলের সঙ্গে চলেছে দেদার হুক্কা ও ধূমপান ৷ মোট কথা পরের দিন সকালে গুছিয়ে হ্যাংওভার৷ কেউ বিছানা থেকে মাথা তুলতে বলা মানে তার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা হয়ে যাবে৷
advertisement
2/7
•• কিন্তু এমন সময় যদি অফিসের বসের ক্রিং ক্রিং বাজে? তাহলে? তাকে তো আর ভালোমন্দ বলা যায় না? তখন সেই অবস্থাতেই আধঘণ্টা শাওয়ারের তলায় দাঁড়িয়ে আধা টলতে টলতে পা বাড়াতে হয় অফিসের দিকে৷ কিন্তু সেই দিনের ইতি৷ এবার হ্যাংওভার হলে আপনার ছুটি৷ অফিস? নৈব নৈব চ ৷
advertisement
3/7
•• তবে এ দেশে নয়৷ সুখবরটি ব্রিটেনের জন্য৷ সেখানকার একটি ব্রিটিশ কোম্পানি তার কর্মীদের জন্য এমনই একটি ফাটাফাটি নিয়ম এনেছে৷ কোম্পানির নাম DICE৷ হ্যাংওভার হলে তাদের আর যেতে হবে না অফিস৷ শুধু ইমোজি দিয়ে একটা মেসেজ৷ ব্যাস৷ বাকি দিনটা যত ইচ্ছা গড়াগড়ি খান৷
advertisement
4/7
•• ভাবছেন হ্যাংওভারের ইমোজি? সেও কি খুঁজে পাওয়া যাবে? নো প্রবলেম৷ মিউজিক, বিয়ার বা অসুস্থতার ইমোজি দিয়েই সারতে পারেন এই কাজ৷ অফিস বুঝে নেবে৷
advertisement
5/7
•• কোম্পানির তরফ থেকে এনিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, এবার আর কর্মীদের হ্যাংওভার কাটানোর জন্য বসকে মিথ্যে কথা বলতে হবে না৷ প্ল্যান করে বলে হবে না, “স্যার, আজ অফিস যেতে পারব না৷ অসুস্থ৷” অফিসে এবার সত্যি কথা বলাই যাবে৷
advertisement
6/7
•• DICE-এর প্রতিষ্ঠাতা ফিল হাচিওন জানিয়েছেন, কখনও কখনও এমন কোনও ঘটনার পরই সেরা কাজটা বেরিয়ে আসে৷ “আমাদের একে অপরের উপর বিশ্বাস রাখা উচিত৷ মিথ্যে অসুস্থতার ভান করার দরকার নেই৷”
advertisement
7/7
•• তবে এর মানে কিন্তু এই নয় চাইলেই হ্যাংওভারের জন্য ছুটি পাওয়া যাবে৷ ক্যাজুয়াল লিভ ও মেডিক্যাল লিভের মতো এটিও সীমিত৷ বছরে কয়েকটিই মাত্র “হ্যাংওভার লিভ” পাওয়া যাবে৷ তাই বা মন্দ কি?
বাংলা খবর/ছবি/বিদেশ/
পার্টি করে বেসামাল ? হ্যাংওভার কাটানোর ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল