IN PICS: সফল রুদ্ধশ্বাস অভিযান, ১৮ দিন পর থাইল্যান্ডে গুহামুক্ত ১২ কিশোর ও কোচ
Last Updated:
advertisement
1/15

তিন দিনের রুদ্ধশ্বাস অভিযান শেষে অবশেষে সাফল্য ৷ ১৮ দিনের অপেক্ষা শেষে থাইল্যান্ডের গুহায় আটকে থাকা ১৩ জনের সকলকেই উদ্ধার করতে সফল উদ্ধারকারী দল। (Image: AP)
advertisement
2/15
মঙ্গলবার ছিল অভিযানের তৃতীয় দিন ৷ রুদ্ধশ্বাস অপারেশনের এদিন ছিল শেষ পর্যায় ৷ (Image: AP)
advertisement
3/15
এই খবরের অপেক্ষাতেই ছিলেন কিশোরদের পরিবার পরিজন থেকে গোটা বিশ্ব ৷ (Image: AP)
advertisement
4/15
এই খবরের অপেক্ষাতেই ছিলেন কিশোরদের পরিবার পরিজন থেকে গোটা বিশ্ব ৷ (Image: AP)
advertisement
5/15
সকালে বৃষ্টি শুরু হয় উদ্ধারকাজ নিয়ে বাড়তে থাকে আশঙ্কা ৷ আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে স্থানীয় সময় সকাল ১০:০৮ টা নাগাদ চার কিশোর ফুটবলার সহ তাদের কোচকে গুহা থেকে বার করে আনার জন্য শুরু হয় তোড়জোড় ৷ (Image: AP)
advertisement
6/15
এই খবরের অপেক্ষাতেই ছিলেন কিশোরদের পরিবার পরিজন থেকে গোটা বিশ্ব ৷ (Image: AP)
advertisement
7/15
শেষ পর্যন্ত স্থানীয় সময় ৫টা নাগাদ যখন শেষ জনকে গুহা থেকে বার করে আনা হয়, তখন হাঁফ ছাড়ে সকলে ৷ (Image: AP)
advertisement
8/15
অভিযানকারী দলের উদ্দেশ্যে গোটা বিশ্ব থেকে তখন ভেসে আসছে সাফল্যের বার্তা ৷ (Image: AP)
advertisement
9/15
তৃতীয় দিনের অভিযান শেষে ৪ কিশোর ফুটবলার সহ তাদের কোচকে উদ্ধার করতে সফল রেসকিউ টিম ৷ (Image: AP)
advertisement
10/15
অভিযানে অংশ নেন ৫০ জন বিদেশি ও ৪০ জন তাই নেভি সিল সদস্য ৷ অত্যন্ত সংকীর্ণ পথে, চরাই-উৎরাই পেরিয়ে গুহার মধ্যে চলে অভিযান ৷ (Image: AP)
advertisement
11/15
২৩ জুন কোচের সঙ্গে ঘুরতে গিয়ে থাইল্যান্ডের দীর্ঘতম গুহা লুয়াং ল্যাঙে আটকে পড়ে ১২ জন কিশোর ফুটবলার। (Image: AP)
advertisement
12/15
বুক পর্যন্ত জল পেরিয়ে হাঁটতে হয় ২ ঘণ্টার পথ ৷ তাতেও হার মানেননি অভিযানকারী দল ৷ (Image: AP)
advertisement
13/15
আবহাওয়ার প্রতিকূলতা ও প্রবল বৃষ্টিতে গুহায় ভাঙনের বিপদ সহ একাধিক চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে অবশেষে ১৩ জনকেই নিরাপদে উদ্ধার করার অসম্ভব মিশনকে সফল করেছেন বিশ্বের অন্যতম সেরা উদ্ধারকারী দল ৷ (Image: AP)
advertisement
14/15
সকালে বৃষ্টি শুরু হয় উদ্ধারকাজ নিয়ে বাড়তে থাকে আশঙ্কা ৷ আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে স্থানীয় সময় সকাল ১০:০৮ টা নাগাদ চার কিশোর ফুটবলার সহ তাদের কোচকে গুহা থেকে বার করে আনার জন্য শুরু হয় তোড়জোড় ৷ (Image: AP)
advertisement
15/15
এই খবরের অপেক্ষাতেই ছিলেন কিশোরদের পরিবার পরিজন থেকে গোটা বিশ্ব ৷ (Image: AP)