Durga Puja in Bangladesh 2021: এত বড় দুর্গা প্রতিমা! তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের এই পুজো! প্রতিবারই চমক...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Durga Puja in Bangladesh 2021: ২০১৬ সালে ৭১ ফুট দীর্ঘ এই প্রতিমা করা গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের নোয়াখালীর চৌমুহনী কলেজ রোডের রামেন্দ্র সাহার বাড়ির প্রাঙ্গনে হয় পুজো।
advertisement
1/5

২০১৬ সাল। নোয়াখালী জেলার চৌমুহনী বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের গড়ে তোলা হয়েছিল ৭১ ফুট দীর্ঘ দুর্গাপ্রতিমা। এই পুজোর হাতেই ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় দূর্গা প্রতিমা তৈরির রেকর্ড। ২০১৬ সালে ৭১ ফুট দীর্ঘ এই প্রতিমা করা গড়ে তোলা হয়েছিল। চৌমুহনী কলেজ রোডের রামেন্দ্র সাহার বাড়ির প্রাঙ্গনে হয় পুজো।
advertisement
2/5
যেমন লক্ষ্মী প্রতিমার উচ্চতা ছিল ৪৫ ফুট, সরস্বতী প্রতিমা ৪০ ফুট, গণেশ মূর্তির উচ্চতা ছিল ৩৫ ফুট এবং কার্তিক মূর্তির উচ্চতা ছিল ৩০ ফুট। মোট খরচ হয়েছিল ৩৫ লক্ষ টাকা।
advertisement
3/5
৫ মাস প্রতিদিন ১৬ ঘণ্টা করে করে খেটে ২৫ থেকে ৩০ জনের শিল্পীদের দল গড়ে তুলেছিলেন এই পুজো। মূল দায়িত্বে ছিলেন মৃৎশিল্পী অমল পাল।
advertisement
4/5
প্রতি বছরই চৌমুহনীতে বিভিন্ন আদলে দেশি ও আন্তর্জাতিক পুরাকীর্তির অনুকরণে মণ্ডপ তৈরি করা হয়। প্রতি বছরই বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে আলাদা কিছু করার চেষ্টা করা হয়ে দুর্গাপুজোকে কেন্দ্র করে।
advertisement
5/5
প্রায় পাঁচ মাস ধরে কাজ করার পর ৭১ ফুট উচ্চতার দেবী দুর্গার কাঠামো বানানো হয়। শুধু যে দুর্গা প্রতিমার উচ্চতাই বেশি করা হয়েছিল তা নয়, দুর্গার সাথে সামঞ্জস্য রেখে অন্য প্রতিমাগুলোও বিরাট বড় আকারের বানানো হয়েছিল।