China vs Taiwan : আমাদের আক্রমণ করলে লাশ গুনতে ভুলে যাবে চিন, এবার পাল্টা হুমকি তাইওয়ানের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Taiwan president Tsai Ing wen not ready to surrender among huge threat from China. চিনের হুমকিকে জুতোয় রাখি! ড্রাগনকে শিক্ষা দিতে তৈরি তাইওয়ান সেনা
advertisement
1/7

তাইওয়ানের মহিলা প্রেসিডেন্ট সাই ইং ওয়েন জানিয়ে দিয়েছেন চিনের হুমকির কাছে তারা মাথা নত করবেন না। শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবে তাইওয়ান
advertisement
2/7
প্রেসিডেন্ট সাই নিজে প্রস্তুতি দেখেছেন তাইওয়ান সেনার। বিনা লড়াই চিনের সেনাদের ছেড়ে দিতে রাজি নন তিনি
advertisement
3/7
তাইওয়ানকে ঘিরে ধরে গত চার দিন ধরে বিশেষ যুদ্ধ ড্রিল চালিয়েছে চিন। আমেরিকা তাইওয়ানের পাশে আছে। চিনের সেনাবাহিনীর রাস্তায় কয়েকশো এম ৭৭৭ কামান রেখেছে তাইওয়ান
advertisement
4/7
একদিকে চিনের ১৫ লক্ষ্য সেনা, কোন অন্যদিকে তাইওয়ানের আড়াই লাখ সেনা। তুলনা হয়না দু দেশের শক্তি। তাইওয়ান প্রস্তুত রাখছে তাদের স্পেশাল ফোর্সকে
advertisement
5/7
মার্কিন এফ ১৬ ছাড়াও ফ্রান্সের মিরাজ এবং সুইডেনের গ্রিপিন যুদ্ধবিমান রয়েছে তাইওয়ান সেনার দখলে
advertisement
6/7
বিমান থেকে আধুনিক মিসাইল এবং লেজার গাইডেড বোম্ব ফেলার ক্ষমতা তাইওয়ান সেনার রয়েছে। চিনের বিমান বাহিনী তিন গুণ বড় হলেও বিমানের কোয়ালিটির ক্ষেত্রে এগিয়ে তাইওয়ান
advertisement
7/7
চিনের নৌবাহিনীর মোকাবিলা করার জন্য নিজেদের নেভিকেও গত তিন মাস ধরে ঢেলে সাজিয়েছে তাইওয়ান। আমেরিকার টেকনোলজিতে ডেসট্রয়র, সাবমেরিন এবং ফ্রিগেট যুক্ত হয়েছে তাদের নৌ বাহিনীতে