Super Typhoon Mawar: ঝাঁপিয়ে পড়বে প্রায় ৩০০ কিমি/ঘণ্টা গতি নিয়ে! ঝড়ের গতিতে এগোচ্ছে প্রবল শক্তিশালী সুপার টাইফুন 'মাওয়ার'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Typhoon Mawar: ‘সুপার টাইফুন’-এ পরিণত হয়েছে টাইফুন মাওয়ার। বছরের সবথেকে শক্তিশালী টাইফুন! সুপার টাইফুন আছড়ে পড়বে কোথায়? দমকা হাওয়া-সহ ঝড়টির গতিবেগ উঠেছে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার।
advertisement
1/11

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সুপার টাইফুন মাওয়ার তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার, দমকা হাওয়া-সহ ঝড়টির গতিবেগ উঠেছে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার।
advertisement
2/11
‘সুপার টাইফুন’-এ পরিণত হয়েছে টাইফুন মাওয়ার। যা ফিলিপিন্সের দিকে অগ্রসর হচ্ছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
advertisement
3/11
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি এবং প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইলেও গুয়ামে আপাতত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কোনও প্রাণহানি হয়নি।
advertisement
4/11
গুয়ামের স্থানীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে যে ৫২,০০০ বাড়ি এবং কারখানা-দোকান আছে, সেগুলির মধ্যে মেরেকেটে ১,০০০ বাড়ি বা দোকানে বিদ্যুৎ সংযোগ আছে। তবে গুয়ামে যে ১৭,০০০ মানুষ বাস করেন, তাঁদের কারও প্রাণহানি হয়নি।
advertisement
5/11
শুধুমাত্র টাইফুনের জেরে গুয়ামের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপাতত বিদ্যুৎ সংযোগ ফেরানোর কাজ চলছে।
advertisement
6/11
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মাওয়ার’ যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ অতিক্রম করার পর সুপার টাইফুনে পরিণত হয়েছে। যে টাইফুন প্রশান্ত মহাসাগর লাগোয়া গুয়ামে তাণ্ডব চালিয়েছে।
advertisement
7/11
খবরে বলা হয়, ক্যাটাগরি ফোর টাইফুনটি ২৪ মে, বুধবার গুয়াম উপকূলে আঘাত হানে। এর ফলে পুরো দ্বীপে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
advertisement
8/11
গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং মোবাইল টাওয়ার ভেঙে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৫১ হাজারের বেশি ঘরবাড়ি। প্রায় ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়।
advertisement
9/11
টাইফুন আঘাত হানার আগেই এক লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এছাড়া সাময়িকভাবে বন্ধ রয়েছে বিমান চলাচল।
advertisement
10/11
ল্যান্ডফলের আগে 150mph বেগে অবিরাম বাতাস লক্ষ্য করা গিয়েছে এর জেরে। আশা করা হচ্ছে যে টাইফুন মাওয়ার ল্যান্ডফল হতে পারে এই সপ্তাহের শেষে।
advertisement
11/11
এর ফলে শনিবার ভারী বৃষ্টিপাত হবে। মাওয়ার উত্তর লুজোনের দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে কিছু নির্দিষ্ট অঞ্চল ল্যান্ডফলের মুখোমুখি হতে পারে। তবে নির্দিষ্ট কোনও অবস্থান এখনও প্রকাশ করা হয়নি।