Sunita Williams News: টানা ৪৩৭ দিন! জানেন, সবচেয়ে বেশি মহাকাশে কাটিয়েছেন কে? সুনীতা? কল্পনা চাওলা? নামটি শুনে কিন্তু চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sunita Williams News: তার সঙ্গে রাশিয়ান মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিনও ফিরে এসেছিলেন।
advertisement
1/7

অবশেষে দীর্ঘ টালবাহানার পর পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতারা। তাঁদের প্রথমেই ‘স্বাগত’ জানাল ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেসএক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা গেল কয়েকটি ডলফিনকে।
advertisement
2/7
কিন্তু জানেন কি, মহাকাশে সবচেয়ে বেশিদিন ছিলেন কোন মহাকাশচারী? ঘটনাটি ঘটেছিল দু বছর আগেই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ৩৭১ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছিলেন আমেরিকান নভোচারী ফ্রাঙ্ক রুবিও। তাদের Soyuz MS-23 ক্যাপসুল ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর কাজাখস্তানের মরুভূমিতে নিরাপদে অবতরণ করেছিল।
advertisement
3/7
তার সঙ্গে রাশিয়ান মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিনও ফিরে এসেছিলেন। সেই সফরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কুল্যান্ট ফুরিয়ে গিয়েছিল, তাই একটি সয়ুজ ক্যাপসুল ব্যবহার করা হয়েছিল।
advertisement
4/7
মহাকাশ স্টেশনে এক বছরেরও বেশি সময় কাটিয়েছেন ফ্র্যাঙ্ক রুবিও। তাও আবার একটানা। মোট ৩৭১ দিন। মাধ্যকর্ষণ শক্তির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তিনি পৃথিবীর চারপাশে ৫৯৬৩ বার আবর্তন করেন। আর আগে কোনও মহাকাশচারী পৃথিবীর বাইরে এতদিন থাকেনি।
advertisement
5/7
রুবিও এই প্রথম মহাকাশে টানা এতদিন কাটিয়ে রেকর্ড গড়েন। ৩৭১ দিন, মোটেই কম সময় নয়। মাটিতে পা পড়ছিল না। পৃথিবীতে ফেরার পর থেকেই মাধ্যাকর্ষণ শক্তি যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল।
advertisement
6/7
এর আগে আমেরিকান নভোচারী মার্ক ভান্দে হেই ২০২২ সালে ৩৫৫ দিন মহাকাশে থেকে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছেন ফ্রাঙ্ক রুবিও। মিশনটি ১৮০ দিনের হওয়ার কথা ছিল। কিন্তু তার সময় গড়িয়ে ৩৭১ দিন হয়েছে। রুবিও মার্ক ভান্দে হেইয়ের চেয়ে মহাকাশে দুই সপ্তাহ বেশি কাটিয়েছিলেন।
advertisement
7/7
তবে, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ৪৩৭ দিনের মহাকাশ ভ্রমণের বিশ্ব রেকর্ড রয়েছে রাশিয়ার ভ্যালেরি পলিয়াকভের দখলে। ফ্র্যাঙ্ক, প্রোকোপিয়েভ এবং পেটলিন মহাকাশ স্টেশনে ৩৭১ দিন থাকার রেকর্ডটি ধরে রেখেছেন। এটি মহাকাশে দীর্ঘতম থাকার তৃতীয় রেকর্ড।