Sheikh Hasina News: শেখ হাসিনাকে দেশে ফেরাতে বড় প্ল্যান ইউনূস সরকারের! ভরসা ইন্টারপোল, প্রসিকিউশন জানিয়ে দিলেন আগামীর ছক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina News: শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে উপস্থিতি ছিল সেনা, পুলিশ, বিজিবির। অনেকটা নির্ভার দেখা গেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে।
advertisement
1/6

মানবতার বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া পলাতক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে বিদেশ মন্ত্রকের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন।
advertisement
2/6
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা ও কামালের হাতে সময় রয়েছে মাত্র ২৯ দিন এই কথা জানিয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আর বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে। তাদের ফেরাতে ফের আবেদন করা হবে ইন্টারপোলে।
advertisement
3/6
শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে উপস্থিতি ছিল সেনা, পুলিশ, বিজিবির। অনেকটা নির্ভার দেখা গেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে। রায় প্রদানকারী তিন সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।
advertisement
4/6
সাজাপ্রাপ্ত পলাতক এই দুই জনকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের সহায়ক হবে বলেও মনে করেন তিনি।
advertisement
5/6
পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা, কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহিদ ও আহতদের পরিবারকে দেওয়া হবে তা নির্ধারণ করবে সরকার বলেও জানান তামিম।
advertisement
6/6
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রক সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হচ্ছে না আজ। এর আগে, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।