TRENDING:

পুত্রসন্তানের জন্ম দিলেন সঙ্গী, 'বাবা' হলেন দেশের সমকামী প্রধানমন্ত্রী!

Last Updated:
advertisement
1/5
পুত্রসন্তানের জন্ম দিলেন সঙ্গী, 'বাবা' হলেন দেশের সমকামী প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী সমকামী ৷ তাঁর সঙ্গীকে কোনদিনও লোকচক্ষুর আড়াল করেননি ৷ এবার নিজেদের সন্তান এনে সম্পর্ককে আরও মজবুত করলেন তাঁরা ৷ বিশ্বের কাছে আরও একবার বার্তা দিলেন যে এই সম্পর্ক সুখের ও চিরকালীন ৷ Photo Collected
advertisement
2/5
সার্বিয়ার মহিলা প্রধানমন্ত্রী আনা ব্রানবিচ,সমকামী ৷ কিন্তু এই নিয়ে কোন রকম রাখঢাক করেননি তিনি ৷ প্রথম থেকেই সামনে এনেছেন তাঁর মহিলা সঙ্গীকে ৷ জুনের ২০১৭ সালে ক্ষমতায় এসেছেন আনা ৷ খুব অল্প প্রশাসনিক ব্যক্তি নিজেদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে প্রকাশ্যে কথা বলেন ৷ তাও এমন দেশে যেখানে সমকামিতা নিয়ে ট্যাবু রয়েছে ৷ Photo Collected
advertisement
3/5
প্রধানমন্ত্রী সচিবালয় থেকেই জানানো হয়েছে যে ডেলিভারি ভালভাবেই হয়েছে, সন্তানও সুস্থ রয়েছে ৷ Photo Collected
advertisement
4/5
বুধবার দিন এক নতুন ইতিহাস তৈরি করলেন সার্বিয়ান প্রধানমন্ত্রী ও তাঁর পার্টনার ৷ কারণ ওই দেশে সমলিঙ্গে বিবাহ এখনও বৈধ নয় সেই দেশেই এই ঘটনাটিকে LGBT মুভমেন্টের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ৷ Photo Collected
advertisement
5/5
ফেব্রুয়ারি মাসে বেলগ্রেডে LGBT centre -এ দু‘বার হানা হয়েছে ৷ সে সময় তিনি বলেছিলেন,‘‘আমি আমার ব্যক্তিগত মত এই সময় বলতে চাই না আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে এসেছি , যে সার্বিয়া সরকারের প্রতিনিধি ৷ ’’এই মুহূর্তে LGBT মুভমেন্ট নিয়ে সার্বিয়ায় বড়সড় আন্দোলন চলছে ৷ যাতে পক্ষ ও প্রতিপক্ষ দু‘দলই নিজেদের মত থেকে সরে আসতে নারাজ ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/বিদেশ/
পুত্রসন্তানের জন্ম দিলেন সঙ্গী, 'বাবা' হলেন দেশের সমকামী প্রধানমন্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল