দক্ষিণ ফ্লোরিডা যেন ফুলে মোড়া কলকাতা! পুজোয় আনন্দে মাতলেন প্রবাসের বাঙালিরা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
দক্ষিণ ফ্লোরিডার বাঙালি অ্যাসোসিয়েশনের পুজো কোথাও যেন যুক্ত হয়ে পড়ে এই গঙ্গাপাড়ের কলকাতার সঙ্গেও
advertisement
1/9

প্রবাসের বাঙালিরা মাতলেন দুর্গাপুজোর আনন্দে। দেখলে কেউ বলবেই না যে এই পুজো কলকাতা হচ্ছে না, হচ্ছে কলকাতা শহর থেকে ঢের দূরে।
advertisement
2/9
কোভিডের কাল কাটিয়ে এ-বারের দুর্গাপুজো সারা পৃথিবীর বাঙালিদের জন্য কার্যত অন্যরকম করে স্পেশাল।
advertisement
3/9
সূদুর প্রবাসেও এই পুজো পালিত হচ্ছে সাড়ম্বরে। তেমনই সাউথ ফ্লোরিডা-এর বাঙালি অ্যাসোসিয়েশনের পুজো।
advertisement
4/9
প্রবাসে থাকলেও তাঁদের বাঙালিয়ানায় ঘাটতি পড়েনি মোটে, বরং তাঁরা যেন বাংলার হৃদয়ের কাছে বিরাজ করছেন আরও একটু বেশি করে।
advertisement
5/9
আর সেই কারণেই মা দুর্গার আগমের ক্ষণে যেন তাঁদের হৃদয়ে দোলা দেয় কাশফুল, দোলা দেয় শরতের আভা।
advertisement
6/9
সেই কারণে শাড়ি পাঞ্জাবিতে, ঢাকের বোলে তাঁরাও কলকাতার মতো মেতে ওঠেন দুর্গাপুজোর আনন্দে।
advertisement
7/9
সব হয় নিয়ম করে, হয পুজো, হয় আরতি, সিঁদুর খেলাও, চুটিয়ে চলে সেলিব্রেশন।
advertisement
8/9
শেষে ভক্তি করে মায়ের কাছে পরিবার, আত্মীয়, বন্ধু, নিজের প্রাণের শহরের জন্য চলে প্রার্থনা।
advertisement
9/9
সেই কারণেই দক্ষিণ ফ্লোরিডার বাঙালি অ্যাসোসিয়েশনের পুজো কোথাও যেন যুক্ত হয়ে পড়ে এই গঙ্গাপাড়ের কলকাতার সঙ্গেও।