TRENDING:

Future Pandemic: ভবিষ্যতের অতিমারী! করোনার মতো ৮ ভাইরাসের সন্ধান, সর্বনাশ হতে পারে বিশ্বের

Last Updated:
Future Pandemic: ঠিক যেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে, সেই দেশের হাইনান প্রদেশে এই ভাইরাসের সন্ধান মিলেছে৷
advertisement
1/5
ভবিষ্যতের অতিমারী! করোনার মতো ৮ ভাইরাসের সন্ধান, সর্বনাশ হতে পারে বিশ্বের
আগের কখনও এমন দেখা যায়নি, এ বার তেমনই মারণ ভাইরাসের সন্ধান পাওয়া গেল চিনে৷ ঠিক যেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে, সেই দেশের হাইনান প্রদেশে এই ভাইরাসের সন্ধান মিলেছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
ভবিষ্যতের প্যানডেমিক কেমন হতে পারে, তাই নিয়ে গবেষণা শুরু করেছিলেন চিনের একদল বিজ্ঞানী৷ তাঁরার পশুর শরীরে এমন আটটি আলাদা ভাইরাসের সন্ধান পেয়েছেন৷ বলা হয়েছে, একবার এটি পশুর শরীর থেকে মানুষের শরীরে যাওয়ার রাস্তা পেলে, তা ছড়িয়ে পড়বে দ্রুত৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
নোভেল ভাইরাস গোত্রের, অর্থাৎ করোনা যে গোত্রের ভাইরাস, সেই গোত্রেই এই ভাইরাসটি ভবিষ্যতর অতিমারীর কারণ হতে পারে৷ প্রায় ৭০০টি আলাদা-আলাদা স্যাম্পেল সংগ্রহ করে তার মধ্যে এই আটটি ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ এগুলি সবই কোভিড ভাইরাস পরিবারের অংশ৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
ভায়োরলজিক্যাল সিনিকা নামে একটি পত্রিকায় এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে৷ মোট ৬৮২ টি প্রাণীর থেকে লালা সংগ্রহ করা হয়েছিল এই বিষয়ে পরীক্ষা করার তাগিদে৷ ২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ দক্ষিণ চিনের হাইনান থেকেই এগুলি সংগ্রহ করা হয়৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
সেই নমুনাতেই দেখতে পাওয়া যায়, এই নভেল করোনা ভাইরাস পরিবারের আরও আটটি প্রকৃতির ভাইরাস এই পশুর শরীরে রয়েছে৷ তার মধ্যে একটি রয়েছে সিওভি-এইচএমইউ-১৷ এগুলির মধ্যে এমন শক্তি রয়েছে, যেগুলি ভবিষ্যতে মানব জাতির জন্য সর্বনাশা হতে উঠতে পারে৷ (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Future Pandemic: ভবিষ্যতের অতিমারী! করোনার মতো ৮ ভাইরাসের সন্ধান, সর্বনাশ হতে পারে বিশ্বের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল