Sea Creature: দেখলেই দূরে সরে যান! ১ মিনিটে মেরে ফেলতে পারে ২৬ জনকে, এই প্রাণীর থেকে সাবধান
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Sea Creature: এই প্রাণীর বিষে সাংঘাতিক কাণ্ড ঘটে যেতে পারে। সামুদ্রিক এই প্রাণী সম্পর্কে জেনে নিন।
advertisement
1/8

এক মিনিটে মৃত্যু হতে পারে ২৬ জনের। এই প্রাণীর বিষে সাংঘাতিক কাণ্ড ঘটে যেতে পারে। সামুদ্রিক এই প্রাণী সম্পর্কে জেনে নিন। (ছবি সৌজন্যে-Jesse Donnison)
advertisement
2/8
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বাসিন্দা জেসি ডনিসন সম্প্রতি নিজের পোষ্য সারমেয়কে নিয়ে নিকটবর্তী একটি সমুদ্র বিচে গিয়েছিলেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
সেখানে আচমকা তিনি একটি সন্দেহজনক জীবকে দেখতে পান। কাছে গিয়ে দেখেন সমুদ্রে ভাসতে ভাসতে একটি নীল অক্টোপাস সমুদ্র তীর চলে এসেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
কুকুরটি ওই অক্টোপাসের কাছে যেতেই সতর্ক হয়ে যান জেসি। তিনি সঙ্গে সঙ্গে পোষ্যকে সরিয়ে নিয়ে যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
জানা গিয়েছে, নীল অক্টোপাস গভীর সমুদ্রে বাস করে। কোনওভাবে এটি অস্ট্রেলিয়ার সমুদ্রতীরে চলে এসেছিল। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নীল অক্টোপাস সাধারণত খুব বিষাক্ত প্রাণী। একবার কামড়ালে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
জেসি ডনিসন জানিয়েছেন, তিনি শুনেছেন নীল অক্টোপাস খুব বিষাক্ত। সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
বলা হয় যে, নীল অক্টোপাসের কামড়ে এক মিনিটে অন্তত ২৬ জনের মৃত্যু হতে পারে। ফলে সামুদ্রিক এলাকায় এই প্রাণী থেকে সতর্ক হওয়া প্রয়োজন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)