TRENDING:

জানেন কোথায় থাকেন ভ্লাদিমির পুতিনের দুই সুন্দরী কন্যা, দু'জনের গোপন জীবন সামনে

Last Updated:
আসলে পুতিনের দুই মেয়ে কি করেন? কোথায় থাকেন? আসুন জেনে নিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের সিক্রেট জীবনের বিষয়ে সবকিছু৷
advertisement
1/7
ভ্লাদিমির পুতিনের দুই সুন্দরী কন্যা, দু'জনের গোপন জীবন সামনে
#মস্কো: রাশিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে প্রায় দেড় মাস যুদ্ধ চলছে৷ ইউক্রেনের একাধিক শহর বরবাদ হয়ে গেছে৷ এর মধ্যে আমেরিকায় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দুটি মেয়ে মারিয়া বরন্তসোভা এবং ক্যাটারিনা তিখোনোভা -র ওপর ব্যান লাগিয়ে দিয়েছে৷ আমেরিকার মনে হয় তাঁর বাবা-র কিছু সম্পত্তির ওপর তাঁর কন্ট্রোল থাকতে পারে৷ আসলে পুতিনের দুই মেয়ে কি করেন? কোথায় থাকেন? আসুন জেনে নিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের সিক্রেট জীবনের বিষয়ে সবকিছু৷ Photo- Collected
advertisement
2/7
ভ্লাদিমির পুতিন নিজের পরিবারকে মিডিয়ার থেকে দূরে রাখেন৷ তিখোনোভা একজন ব্যবসায়ী , আর বরন্তসোভা একজন চিকিৎসক৷ এঁরা দুজনে পুতিনের প্রাক্তন স্ত্রী ল্যুডমিলার সন্তান৷ ২০১৩ সালে স্বামীর থেকে তালাক নিয়েছেন৷ Photo- Collected
advertisement
3/7
কেবল দুটি এমন সময় যেখানে পুতিন নিজের সন্তানদের নিয়ে কথা বলেছেন৷ আসলে তিনি সেবারেও তাঁদের নাম নেননি৷ ২০১৫ সালে প্রেস কনফারেন্সে বলেন তখন সকলে অবাক হয়ে যায়৷ পুতিন সেদিন বলেছিলেন, ‘তাঁর রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন৷ তাঁদের ওপর ওঁর গর্ব রয়েছে৷ ’’ Photo-AP
advertisement
4/7
পুতিন সমবসময়েই নিজের প্রাইভেট লাইফ সকলের থেকে লুকিয়ে রাখেন৷ ২০০৮ সালে নিউইয়র্ক টাইমসে বলেন, ‘‘সমাজের এই বিষয়ে জানার অধিকার রয়েছে৷ যে পাবলিক ফিগাররা কেমন জীবন যাপন করেন৷ কিন্তু এই বিষয়েরও একটা সীমা থাকা উচিত৷ ’’ Photo- AP
advertisement
5/7
ডেইলি মেলের এক রিপোর্ট অনুযায়ি, পুতিনের বড় মেয়ে মারিয়া বরন্তসোভা সেন্ট পিটার্সবার্গের স্টেট ইউনিভার্সিটিতে জীববিজ্ঞানের পড়াশুনো করার আগে পূর্ব জার্মানিতে পড়াশুনো করতেন৷ এরপর মস্কোতে মেডিকেল স্কুলে পড়াশুনো করেন৷ তাঁকে এন্ডোক্রোনোলিজিস্টের ডাক্তার হিসেবে জানেন৷ Photo- Collected
advertisement
6/7
এদিকে মারিয়া এক নেদারল্যান্ডের ব্যবসায়ীকে বিয়ে করেন৷ তিনি নেদারল্যান্ডের জোরিট ফাসেনের সঙ্গে সাউথ হ্যান্ড প্রান্তে থাকতেন৷ ২০১৯ সালে টিভি চ্যানেল রুশের সঙ্গে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এক মেডিকেল ফার্মের মালিক৷ Photo- Collected
advertisement
7/7
পুতিনের ছোট মেয়ে ক্যাটারিনা তিখোনোভা -র মস্কো বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন৷ তিনি রক অ্যান্ড রোল ডান্সার৷ ২০১৫ সালে সমাচার এজেন্সি রয়টার্সকে জানিয়েছিলেন তাঁর মেয়ে এই ধরণের নাচের অনুষ্ঠানে যোগ দেবেন৷ Photo- Collected
বাংলা খবর/ছবি/বিদেশ/
জানেন কোথায় থাকেন ভ্লাদিমির পুতিনের দুই সুন্দরী কন্যা, দু'জনের গোপন জীবন সামনে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল