TRENDING:

Russia War: ডলফিনদের মিলিটারি ট্রেনিং দিচ্ছে পুতিন! অদ্ভুত দাবি ব্রিটেনের, কতটা সত্যি?

Last Updated:
Russia Training Dolphins: কোল্ড ওয়ারের সময় সোভিয়েত রাশিয়া ডলফিন ব্যবহার করেছিল বলে শোনা যায়। ডলফিনগুলিকে সাবমেরিন, মাইন ইত্যাদি শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হত৷ এমনকি, বন্দর ও জাহাজের কাছাকাছি সন্দেহজনক কোনও বস্তু বা ব্যক্তিদেরও শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হত ডলফিনদের। একজন অবসরপ্রাপ্ত সোভিয়েত কর্নেল সে সময় এএফপিকে বলেছিলেন, মস্কো ডলফিনদের শত্রু জাহাজে বিস্ফোরক ডিভাইস বসানোর প্রশিক্ষণও দিয়েছে। যদিও সে কথা কতটা সত্যি, তা প্রমাণিত হয়নি৷
advertisement
1/8
ডলফিনদের মিলিটারি ট্রেনিং দিচ্ছে পুতিন! অদ্ভুত দাবি ব্রিটেনের, কতটা সত্যি?
ওয়াগনার বাহিনী নিয়ে এখন কালঘাম ছুটছে পুতিনের৷ কিন্তু, যার নাম ভ্লাদিমির পুতিন, সে এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়৷ সম্প্রতি সামনে এসেছে, আরও অদ্ভুত এক তথ্য!
advertisement
2/8
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে, রুশ নৌসেনা কৃষ্ণসাগরের নিরাপত্তায় প্রশিক্ষণ দিচ্ছে ডলফিনদের৷ ক্রিমিয়ার ব্ল্যাক সি ফ্লিট ঘাঁটিতে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ (ছবি, আনস্প্ল্যাশ)
advertisement
3/8
দ্য মস্কো টাইমের খবর অনুযায়ী, স্যাটেলাইট ছবি দেখিয়ে, ব্রিটিশ সামরিক বাহিনী দাবি করেছে, ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে জলজ স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।
advertisement
4/8
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বটলনোজ ডলফিনদের আদতে শত্রু শিবিরের ডুবুরিদের বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন ১৯৬০ এর দশকের শেষের দিকে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের সামরিক উদ্দেশ্যে জাহাজে বিস্ফোরক লাগানো বা মাইন অনুসন্ধান করার জন্য প্রশিক্ষণ দিত৷ সে ক্ষেত্রেও নাকি ব্যবহার করা হচ এই সেভাস্তোপল নৌসেনা ঘাঁটি।
advertisement
5/8
কিন্তু, ডলফিনরা সত্যিই কোনও সামরিক কার্যকলাপে যুক্ত ছিল কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে৷ তবে, ডলফিন নিখোঁজ সামরিক এবং বৈজ্ঞানিক সরঞ্জাম শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়েছিল এমনটা তো শোনাই যায়। ২০১২ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, রুশ সেনা শত্রু শিবিরের ডুবুরিদের মোকাবিলা করতে ডলফিনকে প্রশিক্ষণ দেয়। যদিও সেই রিপোর্টের সমস্ত তথ্য অস্বীকার করে রুশ সেনা৷
advertisement
6/8
বটলনোজ ডলফিন, সামুদ্রিক ডলফিন পরিবারের সবচেয়ে পরিচিত সদস্য৷ মানুষদের খুবই পছন্দ তো বটেই, অত্যন্ত বুদ্ধিমান জীব হিসাবেও পরিচিত। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেব্ল্যাক সি ফ্লিট তেমন ব্যবহৃত হত না।
advertisement
7/8
কিন্তু এখন স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে সেভাস্তোপল বন্দরে চার স্তরের নিরাপত্তা কায়েম করা হয়েছে৷
advertisement
8/8
কোল্ড ওয়ারের সময় সোভিয়েত রাশিয়া ডলফিন ব্যবহার করেছিল বলে শোনা যায়। ডলফিনগুলিকে সাবমেরিন, মাইন ইত্যাদি শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হত৷ এমনকি, বন্দর ও জাহাজের কাছাকাছি সন্দেহজনক কোনও বস্তু বা ব্যক্তিদেরও শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হত ডলফিনদের। একজন অবসরপ্রাপ্ত সোভিয়েত কর্নেল সে সময় এএফপিকে বলেছিলেন, মস্কো ডলফিনদের শত্রু জাহাজে বিস্ফোরক ডিভাইস বসানোর প্রশিক্ষণও দিয়েছে। যদিও সে কথা কতটা সত্যি, তা প্রমাণিত হয়নি৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Russia War: ডলফিনদের মিলিটারি ট্রেনিং দিচ্ছে পুতিন! অদ্ভুত দাবি ব্রিটেনের, কতটা সত্যি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল