Ukraine - Russia War: ইউক্রেনের উপর হামলা করতে চিনের থেকে অস্ত্র চাইছে রাশিয়া? নতুন তথ্যে ইঙ্গিত বিশ্বযুদ্ধের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Ukraine - Russia War: যদিও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা ইচ্ছা করে চিনের সম্পর্কে ভুয়ো তথ্য বাজারে রটাচ্ছে।
advertisement
1/5

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার লড়াই চলছেই। তার মধ্যেই আমেরিকার তরফ থেকে একটি নতুন অভিযোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে চিনের থেকে অস্ত্র সাহায্য চাইছে রাশিয়া। অর্থাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে চিনও।
advertisement
2/5
সোমবারই আমেরিকার পক্ষ থেকে চিনের কাছ থেকে অস্ত্র সাহায্য নেওয়ার জন্য আবেদন এসেছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, আমেরিকার পক্ষ থেকে বলা হয়, অর্থ সাহায্যও নেওয়া হচ্ছে চিনের থেকে।
advertisement
3/5
আমেরিকার পক্ষ থেকে বলা হয়, এই প্রক্রিয়া এখন শুর হয়নি। ২৪ ফেব্রুয়ারি, যখন ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া, তখন থেকেই চিনের কাছে সাহায্যের হাত পেতে রেখেছে, সেই প্রক্রিয়া তখন থেকেই চলছে।
advertisement
4/5
যদিও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা ইচ্ছা করে চিনের সম্পর্কে ভুয়ো তথ্য বাজারে রটাচ্ছে। যাতে ইউক্রেন ইস্যু নিয়ে চিনকে কোনও ভাবে টার্গেট করা যায়। এই বক্তব্যটিও সেই ধারার।
advertisement
5/5
যদিও প্রাথমিক ভাবে চিন সরাসরি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনাটির বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকার করেছে। সমান স্বরে ন্যাটোকেও এই অশান্তির জন্য দায়ী বলে দাগিয়ে দিয়েছে।