Snake Bites : চন্দ্রবোড়া...! একটা নামে কাঁপছে গোটা বাংলাদেশ! ভারতের প্রতিবেশী দেশে এই সাপ যা করছে, শুনলে মাথায় হাত দেবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Snake Bites- জানা যাচ্ছে, এ বছর বাংলাদেশে প্রায় ১৫,০০০ মানুষকে সাপে কামড়েছে। তার মধ্যে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকার হাসপাতালে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা।
advertisement
1/6

রেকর্ড পরিমাণ বৃষ্টি। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাপের কামড়। জেরবার বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ। বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারালেন এবছর। আর তাতেই বাংলাদেশজুড়ে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
advertisement
2/6
বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিম্নভূমি, বিশেষত পদ্মা নদীর তীরবর্তী জলাভূমিগুলিতে সাপের উপদ্রব বেড়েছে। প্রবল বৃষ্টি ও বনাঞ্চল নষ্ট হওয়ায় সাপ লোকালয়ে ঢুকে পড়ছে। তার জেরেই একের পর এক সাপের কামড়ের ঘটনা বাড়ছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।
advertisement
3/6
জানা যাচ্ছে, এ বছর বাংলাদেশে প্রায় ১৫,০০০ মানুষকে সাপে কামড়েছে। তার মধ্যে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকার হাসপাতালে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা।
advertisement
4/6
এবছর বাংলায় অতিবৃষ্টি। ফলে বন্যা হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। আর তাতেই বেড়েছে সাপের উৎপাত। কোবরা, ক্রেইট এবং মারাত্মক রাসেল ভাইপারের কামড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। সব থেকে বেশি আতঙ্ক ছড়াচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া।
advertisement
5/6
বাংলাদেশে সাপের কামড়ে ২০২৪ সালে ১১৮ জন মারা গিয়েছিলেন। সেই তুলনায় এবার সাপের কামড়ে মৃত্যু হার সেখানে কম। তবে আতঙ্ক অন্য জায়গায়। বাংলাদেশে রাসেল ভাইপারের সংখ্যা ২০১৩ সালের পর থেকে আবার দ্রুত বেড়ে গিয়েছে।
advertisement
6/6
সব থেকে বেশি রাসেল ভাইপারের উৎপাত বেড়েছে রাজশাহী অঞ্চলে। সেই অঞ্চলে এবার স্বাভাবিকের তুলনায় ২০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার মধ্যেও জলে ভেসে এদিক-ওদিক চলে যাচ্ছে রাসেল ভাইপার।