দেখতে অতি সাধারণ, কাজল কালো আঁখির ‘এই’ নারীর সম্পত্তিভান্ডার হার মানায় ব্রিটেনের রাণীকেও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্বামী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ ঋষি শৌনক জানিয়েছেন তাঁর ধারণা নেই তাঁর পরিবারের ‘কত’ সম্পত্তি আছে৷ আর স্ত্রী-র পারিবারিক সূত্রে সম্পত্তি ব্রিটেনের রাণীর থেকেও বেশি হওয়ায় ধোক বিপাকে ঋষি শৌনক৷
advertisement
1/6

ঋষি শৌনক ভারতীয় বংশোদ্ভুত এই ব্যক্তির ব্রিটেনে রাজনীতি করেন পাশাপাশি exchequer -র চ্যান্সেলর তিনি৷ সম্প্রতি তাঁর সম্পত্তির বিবৃতি দিতে গিয়ে জানা যায় অমিত ধনসম্পত্তির অধিকারী তিনি৷ ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান, ডেইলি মেল সবতেই তাঁর স্বচ্ছ্বতা নিয়ে উঠেছে প্রশ্ন৷ কারণ তাঁর স্ত্রী আকাস্থা মূর্তি যে অর্থের মালিক তার পরিমাণ ব্রিটেনের রাণী কুইন এলিজাবেথের সম্পত্তির থেকেও বেশি৷ Photo- Collected
advertisement
2/6
চান্সেলরের স্ত্রী আকাস্থা মূর্তি নিজের পারিবারিক ফার্মে ৪৩০ মিলিয়ন পাউন্ডের মালকিন৷ এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০০৯ সালে ৷ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখা হয় তাঁদের৷ Photo- Collected
advertisement
3/6
প্রাক্তন স্ট্যানডার্ড চেয়ারম্যান স্যার অ্যালিস্টার গ্রাহামের দাবি প্রভূত ধনসম্পদের মালিক হলেও জীবনে মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নেন৷ অর্থাৎ সবচেয়ে কম ও সরল ভাবে জীবনযাপন করেন৷ গত মাসে তিনি নিজের সম্পত্তির ঘোষণা করার পরেই এই বিস্তর গোলযোগ শুরু হয়েছে৷ কারণ ঋষি শৌনক জানিয়েছেন তাঁর ধারণা নেই তাঁর পরিবারের বিত্তের পরিমাণ কত? Photo- Collected
advertisement
4/6
আসলে আকাস্থা ব্রিটিশ রাণীর থেকে বেশি সম্পত্তির মালকিন৷ তিনি ভারতের অন্যতম ধণী বিলিয়নিয়র এন আর নারায়ণ মূর্তির মেয়ে ৷ যিনি ভারতের আইটি সেক্টরের জনক৷ ভারতের সর্বকালীন সেরা ১২ শিল্পপতিদের অন্যতম তিনি৷ তিনি ইনফোসিসে-র মালিক৷ Photo- Collected
advertisement
5/6
দ্য সানডে টাইমস প্রকাশিত ব্রিটেনের ধণীতমদের তালিকা অনুযায়ি ব্রিটেনের রাণীর মোট সম্পতিতের পরিমাণ ৩৫০ মিলিয়ন পাউন্ড৷ এদিকে শৌনক যেভাবে সম্পত্তি ঘোষণা করেছেন তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠছে৷ তাঁদের মন্ত্রিত্বের জন্য নিজের কাছের পরিবার অর্থাৎ ভাইবোন, বাবা -মা, স্ত্রী এবং শ্বশুরবাড়ির সম্পত্তি ও কাজের বিবরণ দিতে হয়,যাতে স্বার্থের সংঘাতে না জড়িয়ে যান তাঁরা ৷ Photo- Collected
advertisement
6/6
শৌনক নিজের সম্পত্তির বিবরণে শুধুমাত্র স্ত্রী ছাড়া আর কারোও কথা লেখেননি৷ আর জানিয়েছিলেন একটি ব্রিটেনভিত্তিক ব্যবসায়িক ক্যাপিটাল কোম্পানিতে তাঁর অংশীদারিত্ব রয়েছে৷ Photo- Collected