Rail: এমন এক স্টেশন, যেখানে ট্রেন দাঁড়ায়, কিন্তু কেউ ঢুকতে-বেরোতেই পারেন না! নামটা শুনলেই চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rail: কোথায় আছে এই স্টেশন? শুনলে অবাক হবেন, জাপানের সেইরিউ মিহারাশি নামে একটি স্টেশনই এমন। কিন্তু যাত্রীরা এই স্টেশনে নেমে কী করেন?
advertisement
1/7

পৃথিবীতে এমন একটি স্টেশনে আছে, যেখানে ট্রেন দাঁড়ায় নিয়মিত। কিন্তু সেই স্টেশনে ঢোকার কোনও জায়গা নেই। না সেই স্টেশন থেকে বেরোতে পারবেন।
advertisement
2/7
একটি প্ল্যাটফর্ম আছে যেখানে ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীরা যদি ওই স্টেশনে নামেনও, তাহলেও তাঁদের অন্য ট্রেনে বা যে ট্রেনে এসেছেন সেই ট্রেনেই উঠে পড়তে হবে। কারণ স্টেশন থেকে বেরোতে পারবেন না।
advertisement
3/7
স্টেশন থেকে বার হওয়ার উপায় নেই। আবার এই স্টেশন থেকে কোনও যাত্রী ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে আসেন না। কারণ স্টেশনে ঢোকারই কোনও প্রবেশ পথ নেই।
advertisement
4/7
কিন্তু এমন এক আজব স্টেশন কেন তৈরি হল? আশ্চর্যের বিষয় হল, যাত্রীরা এই স্টেশনে নামবেন বলে অনেক সময় ট্রেনও ধরেন। কিন্তু বেরোতে বা ঢুকতে পারেন না এই স্টেশনে।
advertisement
5/7
কোথায় আছে এই স্টেশন? শুনলে অবাক হবেন, জাপানের সেইরিউ মিহারাশি নামে একটি স্টেশনই এমন। কিন্তু যাত্রীরা এই স্টেশনে নেমে কী করেন? ছবি দেখলেই বুঝতে পারবেন, স্টেশনের যে একটি মাত্র প্ল্যাটফর্ম রয়েছে সেটি অনেকটা বারান্দার মতো। সেখানে ট্রেন এসে ১০ মিনিট দাঁড়ায় আবার চলে যায়।
advertisement
6/7
যাত্রীরা অনেকেই নেমে পড়েন এই প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মের গা ঘেঁষেই বয়ে গিয়েছে নিশিকি নদী। নদীর ধার পাহাড়ে ঘেরা সবুজ জঙ্গলের সমারোহ। এমন এক প্রাকৃতিক পরিবেশে মানুষ এসে পরিবেশকে উপলব্ধি করেন। সেই কারণেই এই স্টেশনে মানুষ আসেন, নামেন, প্রকৃতি দেখেন, ছবি দেখেন।
advertisement
7/7
এই স্টেশনটি জাপানে তৈরিই হয়েছে যাত্রীদের এই অপরূপ প্রকৃতির শোভায় মুগ্ধ করার জন্য। ১০ মিনিট এই প্রকৃতির রূপে মিশে যাওয়ার পর ফের যাত্রীদের ওই ট্রেনেই উঠে পড়তে হয়। তাছাড়া কোনও উপায়ও নেই। কারণ স্টেশন থেকে বেরোনোর বা ঢোকার তো কোনও পথই নেই।