TRENDING:

Queen Elizabeth Funeral: এমা, মিউয়িক, স্যান্ডি, পোষ্যদের ছেড়ে চিরঘুমে রানি, মাটি পড়ল কফিনে, রইল ছবি

Last Updated:
পড়ে থাকল রাজপাট। চলে গেলেন রানি। শেষকৃত্যে ছিলেন তাঁর ব্যক্তিগত ব্যাগ পাইপারদের ব্যান্ডের সদস্য।
advertisement
1/11
এমা, মিউয়িক, স্যান্ডি, পোষ্যদের ছেড়ে চিরঘুমে রানি, মাটি পড়ল কফিনে, রইল ছবি
সোমবার লন্ডনের উইন্ডসোর প্যালেসের সেন্ট জর্জ চ্যাপেলে সমাধিস্থ হল রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। স্বামী প্রিন্স ফিলিপ এবং বাবা দ্বিতীয় জর্জ এবং মায়ের সঙ্গে একই জায়গায় চিরঘুমে গেলেন কফিনবন্দি অবস্থায়।
advertisement
2/11
পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানি-পুত্র চার্লস কিং চার্লস থ্রি, কুইন করসর্ট ক্যামিলা, প্রিন্স উইলিয়াম, কেট, প্রিন্স হ্যারি, মেগান-সহ রাজকীয় পরিবারের বাকিরাও। গত ১০ দিন ধরে জাতীয় শোক পালনের পর একেবারে ঘনিষ্ঠ মহলে চিরবিদায় জানানো হল রানিকে।
advertisement
3/11
রানি বিভিন্ন প্রজাতির কুকুর পুষেছেন। শেষ কীবনে দু'টি কোগি, দু'টি ডোরগি এবং একটি স্প্যানিয়েল প্রজাতির কুকুর ছিল তাঁর কাছে। কোগি এবং ডোরগিদের নাম যথাক্রমে মিউরিক ও স্যান্ডি এবং ক্যান্ডি ও লিসজি।
advertisement
4/11
রানির শেষকৃত্যে উইন্ডসোরে নিয়ে আসা হয় পোষ্যদের। প্যালেসের কর্মীরা তাদের যত্ন রাখার দায়িত্বে নিযুক্ত ছিলেন। রানির কফিন পৌঁছনোর আগেই তারা ঢুকে যায় প্যালেসে। সেখানেই ধৈর্য ধরে অনেকক্ষণ রানির জন্য অপেক্ষায় ছিল তারা।
advertisement
5/11
রাজবাড়িতে কুকুরদের জন্য বরাদ্দ ছিল নিজস্ব ঘর। রাঁধুনিরা বিশেষ ভাবে রান্নাও করতেন পোষ্যদের জন্য। রানির মৃত্যুর পর প্রিন্স অ্যান্ড্রিউ তাঁর পোষ্যদের খেয়াল রাখবেন।
advertisement
6/11
এ ছাড়াও একাধিক ঘোড়া ছিল রানির। কালো ঘোড়া এমা চুপ করে দাঁড়িয়ে রানির শোভাযাত্রা দেখেছে। রানি এ ভাবেই ছেড়ে গেলেন এক দল ঘোড়া এবং কুকুরকে।
advertisement
7/11
শুক্রবার সকাল থেকে ওয়েস্টমিনস্টার হলে শায়িত ছিল প্রয়াত রানির কফিন। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে।
advertisement
8/11
চলতি মাসেই প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানিকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছিলেন একাধিক দেশের রাষ্ট্রনেতা, রাজা।
advertisement
9/11
স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছরের রানি এলিজাবেথ ব্রিটেনের রাজপরিবারের শীর্ষ পদে, অর্থাৎ সম্রাজ্ঞী হয়ে তিনি ছিলেন সর্বোচ্চ সময়কাল৷
advertisement
10/11
গত বছর অক্টোবর মাস থেকে তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন নিয়মিত৷ তাঁরা দাঁড়াতে কষ্ট হচ্ছে পাশাপাশি চলতেও পারছেন না৷
advertisement
11/11
পড়ে থাকল রাজপাট। চলে গেলেন রানি। শেষকৃত্যে ছিলেন তাঁর ব্যক্তিগত ব্যাগ পাইপারদের ব্যান্ডের সদস্য। আর তাঁরই পছন্দের সুর কানে নিয়েই ঘুমিয়ে পড়লেন রানি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Queen Elizabeth Funeral: এমা, মিউয়িক, স্যান্ডি, পোষ্যদের ছেড়ে চিরঘুমে রানি, মাটি পড়ল কফিনে, রইল ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল