TRENDING:

Trump-Zelenskyy Meeting: ত্রিপাক্ষিক বৈঠকে সায় ইউক্রেনের ! আলোচনায় প্রস্তুত মন্তব্য জেলেনস্কির, এবার কি থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?

Last Updated:
Trump-Zelenskyy Meeting: জেলেনস্কি জানান, রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি হয়েছে। তার পরে ত্রিপাক্ষিক বৈঠকেও সহমত মস্কো। তবে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে কোনও আগাম শর্ত চান না জ়েলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি পুতিনের সঙ্গে যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত। তবে বৈঠক শুরুর আগে কোনও শর্ত রাখা যাবে না।
advertisement
1/6
ত্রিপাক্ষিক বৈঠকে সায় ইউক্রেনের ! আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, এবার কি থামবে যুদ্ধ?
এবার কি তাহলে থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ? ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ শেষের তোড়জোড়। যুদ্ধ নিয়ে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক হল সোমবার। বৈঠকের পরই পুতিনকে ফোন ট্রাম্পের। জেলেনস্কি-পুতিন বৈঠকের প্রস্তাব ট্রাম্পের। এই বৈঠকের পর হবে ত্রিপাক্ষিক বৈঠক। অর্থাৎ বৈঠক হবে ট্রাম্প-পুতিন-জেলেনস্কির। (Photo: AP)
advertisement
2/6
গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্য বিতণ্ডায় জড়িয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ঘটনার সাড়ে পাঁচ মাস পরে ফের দু’জন আলোচনায় বসলেন সেই ওভাল অফিসে। বিষয় তখনও ছিল রুশ-ইউক্রেন যুদ্ধ। এখনও তা-ই। তবে এ বার আর কোনও বিতণ্ডা নয়। বরং, গঠনমূলক আলোচনা সারলেন ট্রাম্প-জেলেনস্কি। (Photo: AP)
advertisement
3/6
এদিনের বৈঠক থেকে রাতারাতি কোনও সমাধানসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। তবে জ়েলেনস্কি এবং ইউরোপের এতজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেই জানা গিয়েছে। (Photo: AP)
advertisement
4/6
আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরে ওয়াশিংটনে সোমবার রাতে (ভারতীয় সময় অনুসারে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠকে বসেন তিনি। জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও আমেরিকায় গিয়েছেন। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ থামাতে গত বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবারের বৈঠকের পরে পরিস্থিতি কোন দিকে গড়ায়, নজর এখন সেদিকেই ৷ (Photo: AP)
advertisement
5/6
হোয়াইট হাউসে এদিন প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক সারেন ট্রাম্প। তার পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে নিয়ে একটি বৈঠকে বসেন। দ্বিতীয় বৈঠক চলাকালীন তা মাঝপথে থামিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। ফোনে দীর্ঘ ক্ষণ পুতিনের সঙ্গে আলোচনার পরে ফের হোয়াইট হাউসের বৈঠক এগিয়ে নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে উঠে এসেছে ইউক্রেনের নিরাপত্তার প্রসঙ্গও। (Photo: AP)
advertisement
6/6
বৈঠক শেষে জেলেনস্কি জানান, ইউরোপীয়দের আর্থিক সাহায্যে আমেরিকা থেকে ৯ হাজার কোটি ডলারের অস্ত্র কিনবে ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আমেরিকা থেকে এই অস্ত্র কেনা হবে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও চুক্তি হয়নি। (Photo: AP)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Trump-Zelenskyy Meeting: ত্রিপাক্ষিক বৈঠকে সায় ইউক্রেনের ! আলোচনায় প্রস্তুত মন্তব্য জেলেনস্কির, এবার কি থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল