Modi Putin Meet: এবার টের পাবে ট্রাম্প! ১০ মিনিট ঠায় দাঁড়িয়ে...গন্তব্যে পৌঁছেও ১ ঘণ্টা গাড়ি থেকে নামলেন না মোদি-পুতিন, কোন ‘গোপন’ কথা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সম্প্রতি রাশিয়ার থেকে তেল কেনার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছে, এই ভাবে আদতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে অর্থনৈতিক রসদ জোগাচ্ছে ভারত৷
advertisement
1/8

আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা মনে হয় গাড়িতেই সেরে নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ গত ১৫ অগাস্টই এক ঐতিহাসিক সাক্ষাৎপর্ব হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে৷ সেই পর্বেও ট্রাম্পের বিখ্যাত ‘দ্য বিস্ট’ গাড়িতে চড়ে আলোচনা স্থলে গিয়েছিলেন দুই রাষ্ট্রনেতা৷ আর আজ, ১ সেপ্টেম্বর আরও এক রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক গাড়িতে ৪৫ মিনিট সফর করলেন পুতিন৷ যা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পকে একটি উল্লেখযোগ্য বার্তা তো বটেই৷
advertisement
2/8
জানা গিয়েছে, সাংহাই কো-অপারেশন মিটিং (SCO)-এর পরে মোদির জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করছিলেন ভ্লাদিমির পুতিন৷ যাতে তাঁরা এক সাথে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক আলোচনাস্থলে যেতে পারেন৷
advertisement
3/8
রাশিয়ার তরফে জানানো হয়েছিল যে পুতিন, মোদির সঙ্গেই একসাথে আলোচনাস্থলে উদ্দেশে রওনা দিতে চান৷ সেই মতো তিনি চিনের তায়ানজিনের SCO সামিটের ভেন্যুর বাইরে অপেক্ষা করছিলেন৷ এই ঘটনা ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা বলে মনে করা হচ্ছে৷
advertisement
4/8
মোদি বেরিয়ে এলে তাঁরা দু’জনেই পুতিনের ‘অরাস লিমোসিন’ গাড়ি করে ভারত-রাশিয়ার আলোচনাস্থলে যান৷ মনে করা হচ্ছে, এই সফরকালে মূল আলোচনা পর্বের আগেই একাধিক বিষয়ে কথা হয়েছে মোদি এবং পুতিনের৷ কারণ,..
advertisement
5/8
কারণ, আলোচনাস্থলে পৌঁছনোর পরেও প্রায় ৪৫ মিনিট তাঁরা গাড়ির ভিতরেই বসেছিলেন৷ পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানান, গাড়িতে বসেই প্রায় ১ একঘণ্টা কথা হয়েছে মোদি-পুতিনের৷ মনে করা হচ্ছে, এই আলোচনার বিষবস্তু যাতে অন্য কারও কান পর্যন্ত না পৌঁছয়, সেই কারণেই মোদি-পুতিনের এই কৌশল৷
advertisement
6/8
সম্প্রতি রাশিয়ার থেকে তেল কেনার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছে, এই ভাবে আদতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে অর্থনৈতিক রসদ জোগাচ্ছে ভারত৷
advertisement
7/8
অদ্ভুত ভাবে ট্রাম্পের এভাবে ভারতকে টার্গেট করার পর থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সুসম্পর্ক৷ এমনকি, রাশিয়া জানিয়েও দিয়েছে, আমেরিকায় ভারতীয় পণ্যের উপরে কর চাপানো হলেও, ভারতের জন্য বাণিজ্যের বাজার খোলা রয়েছে রাশিয়ায়৷
advertisement
8/8
আর এরমধ্যেই মোদি-পুতিনের গাড়ির মধ্যে বসে এই দীর্ঘ আলোচনা৷ এর উপরে আবার পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক নৈকট্যকে বুড়ো আঙুল দেখানোর মতো আরও একটা দৃশ্য চোখে পড়েছে এসসিও সামিটে৷ সেখানে দেখা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সামনে দিয়েই কথা বলতে বলতে হেঁটে গিয়েছেন মোদি এবং পুতিন, তাঁকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে৷