সবার চোখের সামনে খসে পড়ল ক্রিকেটারের পায়ের নিচের দিক ও হাতের আঙুল...
Last Updated:
advertisement
1/6

প্রচণ্ড জ্বর, হাসপাতালে নিতে নিতেই সবার চোখের সামনে খসে পড়ল এক পায়ের নিচের দিক ও হাতের কয়েকটি আঙুলের কিছু অংশ। জ্বরের কারণে শরীরের অংশ বিলীন হয়ে যেতে পারে ? হাসপাতালে উপস্থিত সকলের মনে তখন এই প্রশ্ন... Representative image
advertisement
2/6
বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহরিয়া শামীম। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তখন তাঁর বয়স মাত্র ৯ মাস। শামীম নিজেও জানেন না ছোটবেলায় তাঁর আসলে কী হয়েছিল। অনেককে জিজ্ঞেস করেছেন, কিন্তু সদুত্তর পাননি। Representative image
advertisement
3/6
শামীমের বয়স এখন ৩২। চলতে-ফিরতে খানিক অসুবিধা হলেও, ছোট থেকেই ক্রিকেটের অদম্য নেশা। বিশেষ একধরনের জুতো পরে ক্রিকেট খেলতেন। ক্রিকেটের প্রতি আগ্রহ আর নেশা থেকেই শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলে আসা। ২০১৫ সাল থেকেই দেশের অন্যতম সেরা শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। Representative image
advertisement
4/6
আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি)-এর তরফে সামীমকে একটি কৃত্রিম পা দেওয়া হয়েছে যার সাহায্যে তিনি হাঁটতে ও খেলতে পারেন। কিন্তু সব প্রতিবন্ধকতাকর জয়া করা শামীম ক্রিকেট খেলা ছেড়ে দিতে চান! কেন ? Representative image
advertisement
5/6
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ক্রিকেট খেলা, দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে আনন্দ ও গর্ব রয়েছে... এটা মানেন শামীম। কিন্তু কোনও টুর্নামেন্ট শেষে যখন নামমাত্র অর্থ দেওয়া হয়, তখন খুব কষ্ট হয়, নিজেকে খুব ছোট মনে হয়। সে দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '' তখন মনে হয়, নাহ্, এবার ক্রিকেট নিয়ে আর মাথা ঘামানো নয়, অন্য একটা চাকরি জুটোতে হবে।’ Representative image
advertisement
6/6
শামীম উদাহরণ টানেন ফিজিক্যাল ডিজঅ্যাবিলিটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া প্রতিটি দলেরই। বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘ইংল্যান্ডের মতো দেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা যেভাবে জীবন-যাপন করে, সেটা দেখে খুব খারাপ লাগে। আমরা কী দোষ করেছি। আইসিআরসি অনেক করেছে আমাদের জন্য। কিন্তু ক্রিকেট বোর্ডকে তো এগিয়ে আসতে হবে।'' Representative image