ভয়ঙ্কর অবস্থা পৃথিবীর মেরু রাজ্যের, খাদ্যের অভাবে মেরু ভাল্লুক খাচ্ছে নিজের সন্তানের মাংস
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে রাখে দুই অর্ধের দুই মেরু দেশ৷ আর সেখানেই দ্রুত পাল্টে যাচ্ছে পরিবেশ৷ ভয়ানক পরিস্থিতে মেরু প্রদেশের প্রাণীকুলের বেঁচে থাকা আরও মুশকিল হয়ে পড়ছে৷
advertisement
1/5

পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে রাখে দুই অর্ধের দুই মেরু দেশ৷ আর সেখানেই দ্রুত পাল্টে যাচ্ছে পরিবেশ৷ ভয়ানক পরিস্থিতে মেরু প্রদেশের প্রাণীকুলের বেঁচে থাকা আরও মুশকিল হয়ে পড়ছে৷
advertisement
2/5
জীবন বাঁচাতে পোলার বেয়ার নাকি নিজেদের সন্তানদের মেরেই খেয়ে নিচ্ছে৷ খাদ্যে অভাব এতই৷
advertisement
3/5
পোলার বেয়ার সাধারণত মেরুপ্রদেশের গ্রীষ্মকালে গলে যাওয়া হ্রদের জলে মাছ ধরে নিজেদের ক্ষুধা নিবারণ করে৷
advertisement
4/5
বরফ না থাকলে সারা বছর জীবন ধারণ করা পোলার বেয়ারের পক্ষে প্রায় অসম্ভব
advertisement
5/5
কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণে দুই মেরুতেই বরফ গলছে ক্রমাগত৷ আর তাতেই ক্রমে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ছে পোলার বেয়ারের৷