Brunei Sultan Hassanal Bolkiah: বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ, সোনার প্রাসাদ-গাড়ি-বিমান! ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে বুধে সাক্ষাৎ মোদির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi meets Brunei Sultan Hassanal Bolkiah: ফোর্বসের সূত্র মতে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। আয় মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকেই।
advertisement
1/5

৪০ বছরে প্রথম বার ব্রুনেইতে প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রী। বুধবার ব্রুনেইয়ের সুলতানের প্রাসাদে গিয়ে সুলতান হাসানল বলকিয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মোদি।
advertisement
2/5
জানেন কতটা রাজকীয় ব্রুনেইয়ের সুলতান?ফোর্বসের সূত্র মতে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। আয় মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকেই।
advertisement
3/5
বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ রয়েছে ব্রুনেইয়ের সুলতানের। প্রাসাদের আয়তন ২০ লক্ষ স্কোয়ার ফুট। রয়েছে ১৭০০টি ঘর, ২৫০টি বাথরুম, ৫টি সুইমিং পুল। প্রাসাদে একটি ২২ ক্যারাট সোনার ডোম রয়েছে।
advertisement
4/5
গাড়ির সংখ্যা কতগুলি জানলে চোখ কপালে উঠবে!বিলাসবহুল প্রায় ৮০০টি গাড়ি রয়েছে, যার মধ্যে ৩০০টি ফেরারি রয়েছে, আর রোলস রয়েস রয়েছে ৫০০টি।
advertisement
5/5
সেই সঙ্গে একটি প্রাইভেট রয়েছে, যা পুরো সোনায় মোড়া। সোনার প্রতি বরাবরই প্রীতি রয়েছে, প্রাসাদ এবং বিমান ছাড়াও সোনায় মোড়া রোলস রয়েস ব্যবহার করেন ব্রুনেইয়ের সুলতান।