Jeans For Rs 50,000: আপনার জিন্সে এই বিশেষ দাগ আছে? এমনটি বিক্রি হচ্ছে ৫০ হাজার টাকায়! দেখুন আজব কাণ্ড
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Jeans For Rs 50,000: প্রথাগত স্টাইলকে দূরে ফেলে দিয়ে নানারকম বিশেষ ধরণের স্টাইল এখন বিশ্বজুড়ে খ্যাতি লাভ করছে৷ কোথাও ‘নগ্ন’ ফ্যাশন, কোথাও আবার ‘কুৎসিত’ ফ্যাশন ট্রেন্ড করছে৷ সম্প্রতি জর্ডন লুকা নামে বিখ্যাত ডিজাইনার সংস্থা এনেছে এক অদ্ভুত এক জিনস, যেটি বিক্রি হচ্ছে প্রতিটি ৫০ হাজার টাকায়৷
advertisement
1/5

প্রথাগত স্টাইলকে দূরে ফেলে দিয়ে নানারকম বিশেষ ধরণের স্টাইল এখন বিশ্বজুড়ে খ্যাতি লাভ করছে৷ কোথাও ‘নগ্ন’ ফ্যাশন, কোথাও আবার ‘কুৎসিত’ ফ্যাশন ট্রেন্ড করছে৷ সম্প্রতি জর্ডন লুকা নামে বিখ্যাত ডিজাইনার সংস্থা এনেছে এক অদ্ভুত এক জিনস, যেটি বিক্রি হচ্ছে প্রতিটি ৫০ হাজার টাকায়৷
advertisement
2/5
উল্লেখ্য, জর্ডনলুকা সংস্থাটি জর্ডন বাওয়েন ও লুকা মার্চেট্টোর তৈরি করা একটি ডিজাইনার সংস্থা৷ সেই সংস্থারই একটি বিশেষ প্রকার জিনস বাজারে এসেছে, সেটি ইন্টারনেটে ঝড় তুলেছে৷ সকলেই বলছেন, এ কেমন স্টাইল? এরকম জিনিসও লোকে এত টাকা দিয়ে কিনতে পারে?
advertisement
3/5
কেমন জিনস এটি? বলা হয়েছে, প্রস্রাবের দাগযুক্ত জিনস৷ ইংরাজিতে এটিকে বলা হয়েছে, ‘পি স্টেনইড জিনস’৷ হ্যাঁ, তাই৷ এমনই এক জিনস সম্প্রতি ঝড় তুলেছে ইন্টারনেটে৷ যেটি দেখে অনেকেই চমকে যাচ্ছেন৷ কতটা দাম এটির?
advertisement
4/5
এই ব্রিটিশ-ইতালিয়ান ডিজাইনার সংস্থা আমেরিকার মূল্যে মোট ৬০৮ ডলারে এই জিন্সটি বিক্রি করছেন৷ আর অরিজিনাল জিনসের দাম দাঁড়িয়েছে মোট ৮১১ মার্কিন ডলার৷ যা ভারতীয় মূল্যে কম বেশি ৫০ হাজার থেকে ৬৭ হাজার টাকার মতো দাম৷
advertisement
5/5
এই প্রথম নয়, এর আগেও এরকম অদ্ভুত রকম স্টাইল এর আগেও জনপ্রিয়তা পেয়েছে৷ এর আগে এলইজেই দু’টি ধরনের রিপড জিনসের সূত্রপাত করেছিল, এই দু’টির নাম ছিল স্ল্যাশড ও এল আকৃতির জিনস৷ ভারতীয় মূল্যে যে দু’টির দাম ছিল ৩১ থেকে ৩৯ হাজারের মধ্যে৷