TRENDING:

Knowledge Story: ট্রেনে করে যাওয়া যায় পাকিস্তান? কোন ট্রেন, কোথা থেকে ছাড়ে, কেমন করে কাটে টিকিট? জানেই না অনেকে

Last Updated:
কিন্তু, দু’দেশের মধ্যে দেশভাগের এক যন্ত্রণাদায়ক ইতিহাস রয়েছে৷ দেশভাগের পরে নিয়ন্ত্রণ রেখার ওপাড় থেকে যেমন লক্ষ লক্ষ মানুষকে এপাড়়ে চলে আসতে হয়েছিল, ঠিক তেমনই এপাড় থেকেএ বহু লোক ওপাড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন৷
advertisement
1/9
ট্রেনে করে যাওয়া যায় পাকিস্তান? কোন ট্রেন, কোথা থেকে ছাড়ে, কেমন করে কাটে টিকিট? জানেন...
পাকিস্তান নামেই ভারতের পড়শি দেশ৷ কিন্তু, দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তো লেগেই থাকে৷ পাকিস্তানের এমন বহু জায়গা রয়েছে, যেখানে এখনও পর্যন্ত ভারতীয়দের ঢুকতে দেওয়া হয় না৷
advertisement
2/9
কিন্তু, দু’দেশের মধ্যে দেশভাগের এক যন্ত্রণাদায়ক ইতিহাস রয়েছে৷ দেশভাগের পরে নিয়ন্ত্রণ রেখার ওপাড় থেকে যেমন লক্ষ লক্ষ মানুষকে এপাড়়ে চলে আসতে হয়েছিল, ঠিক তেমনই এপাড় থেকেএ বহু লোক ওপাড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন৷
advertisement
3/9
এখনও এমন বহু পরিবার রয়েছে, যাঁদের আত্মীয়েরা দু’দেশের মধ্যে ছড়িয়ে৷ সেই কারণে দু’দেশের মধ্যে যাতায়াতও করতে হয় তাঁদের৷
advertisement
4/9
ভারত থেকে পাকিস্তানে যাওয়ার তিনটি পথ রয়েছে৷ সড়ক পথ, আকাশপথ এবং রেল পথ৷ হ্যাঁ, ট্রেনে করে ভারত থেকে পাকিস্তানে যাওয়া যায়৷
advertisement
5/9
প্রথম ট্রেনের নাম, সমঝোতা এক্সপ্রেস৷ নাম দেখেই বোঝা যায়, এটি দু’দেশের মৈত্রী সম্পর্কের ফসল৷ এই ট্রেনের নম্বর ১৪৬০৭ এবং এর টিকিট শুধুমাত্র অমৃতসরের আটারি জংশনে অফলাইনে বুক করা যায়। এর টিকিট বুক করার জন্য, আপনাকে প্রথমে পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতে হবে এবং অনুমোদিত ভিসা থাকতেই হবে। বৈধ পাকিস্তানের ভিসা ছাড়া আপনি ট্রেনের টিকিট কিনতে পারবেন না।
advertisement
6/9
ট্রেনটি ভারত থেকে সকাল ১১.৩০ মিনিটে যাত্রা শুরু করে এবং ৪ ঘন্টা ১০ মিনিটে ২৭ কিলোমিটার পথ অতিক্রম করে বিকাল ৩.৪০ মিনিটে লাহৌরে পৌঁছয়। এই ট্রেনটির কেবল একটি স্টপ রয়েছে, পাঞ্জাবের ওয়াঘায়। এটি সপ্তাহে দু’বার, সোমবার এবং বৃহস্পতিবার চলে। এটি ভারতের সবচেয়ে আইকনিক আন্তর্জাতিক ট্রেনগুলির মধ্যে একটি।
advertisement
7/9
দ্বিতীয় ট্রেন যাতে করে পাকিস্তানে যাওয়া যায়, তার নাম থর লিঙ্ক এক্সপ্রেস৷ ট্রেনটির নম্বর ১৪৮৯০ এবং বৈধ পাকিস্তানি ভিসা পাওয়ার পরই অফলাইনে টিকিট বুক করা যায়। ট্রেনটি ভারতে যোধপুরের ভগত কি কোঠি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে, বালোত্রা - বারমের - মানাবাও থেকে পশ্চিম দিকে গিয়ে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে যায়, হায়দরাবাদ - খোখরাপার শাখা লাইন এবং করাচি - পেশোয়ার রেল লাইনের একটি অংশ ধরে যায় এই ট্রেন।
advertisement
8/9
থর লিঙ্ক এক্সপ্রেসের ৩৮১ কিলোমিটার প্রকাশিত দূরত্ব অতিক্রম করতে প্রায় ১২ ঘন্টা ১৫ মিনিট সময় লাগে। প্রতি শনিবার ভগত কি কোঠি থেকে ছেড়ে সকাল ১টায় মুনাবাওতে পৌঁছয়। কাস্টমসের পরে, এটি পাকিস্তানে সীমান্ত অতিক্রম করে জিরো পয়েন্টে দুপুর ২.৩০টায় (পাকিস্তানের স্থানীয় সময়) পৌঁছয় এবং রবিবার দুপুর ২.১৫টায় (পাকিস্তানের স্থানীয় সময়) করাচি ক্যান্টনমেন্টে পৌঁছয়।
advertisement
9/9
কিন্তু, ২০১৯ সালে ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ স্টেটাস বাতিল করার পরে, দু’দেশের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে৷ পাকিস্তানের তৎকালীন রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়ে দিয়েছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনও রেল পরিবহণ সংযোগ থাকবে না।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Knowledge Story: ট্রেনে করে যাওয়া যায় পাকিস্তান? কোন ট্রেন, কোথা থেকে ছাড়ে, কেমন করে কাটে টিকিট? জানেই না অনেকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল