TRENDING:

পুলওয়ামায় হামলা ইমরানের বড় সাফল্য, সংসদে দাঁড়িয়ে স্বীকার পাকিস্তানের মন্ত্রীর

Last Updated:
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ওই হামলায় ৪০ জনেরও বেশি আধা সেনার মৃত্যু হয়৷
advertisement
1/6
পুলওয়ামায় হামলা ইমরানের সাফল্য, সংসদে দাঁড়িয়ে স্বীকার পাকিস্তানের মন্ত্রীর
পাকিস্তানের বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রকের যুক্তরাষ্ট্রীয় মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে এ কথা বলেছেন৷ তিনি বলেন, যে নেতার অধীনে পাকিস্তান ভারতের মাটিতে ঢুকে হামলা চালিয়েছে, তাঁকে নিয়ে তাঁদের গর্ব করা উচিত৷
advertisement
2/6
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ওই হামলায় ৪০ জনেরও বেশি আধা সেনার মৃত্যু হয়৷ এই ঘটনার পরে ভারত একাধিক প্রমাণ দিয়ে পাকিস্তান যোগের অভিযোগ এনেছিল৷ কিন্তু যথারীতি সেই সমস্ত অভিযোগ এতদিন অস্বীকার করে আসছিল পাকিস্তান৷
advertisement
3/6
এবার পাকিস্তানের মন্ত্রী নিজেই পুলওয়ামা হামলাকে তাঁদের কৃতিত্ব বলে দাবি করায় এই ঘটনায় পাক যোগ নিয়ে আরও সন্দেহের অবকাশ থাকল না৷ এবার ইমরান খান সরকার এর কী ব্যাখ্যা দেয়, সেটাই এখন দেখার৷
advertisement
4/6
এ দিন ফাওয়াদ চৌধুরী নামে ওই মন্ত্রী বলেন, 'মাননীয় স্পিকার, আমরা ভারতে ঢুকে মেরেছি৷ আর পুলওয়ামায় যে সাফল্য মিলেছে, তা ইমরান খান সরকারের নেতৃত্বে এই দেশের সাফল্য৷ আমরা, আপনারা সবাই এই সাফল্যের শরিক৷'
advertisement
5/6
প্রসঙ্গত বুধবারই পাক সংসদে দাঁড়িয়ে পাকিস্তানি মুসলিম লিগ (এন)-এর সাংসদ আয়াজ সাদিক দাবি করেন, ভারতের হামলার ভয়েই ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরান খান সরকার৷ খোদ পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি ভারতের হামলার আশঙ্কা প্রকাশ করেন বলেও দাবি করেছেন ওই পাক সাংসদ৷ এমন কি, এই আলোচনার সময় পাক সেনাপ্রধান কোমর জাভেদ বাজওয়ার হাঁটু কাঁপছিল বলেও মন্তব্য করেন ওই বিরোধী দলের সাংসদ৷
advertisement
6/6
এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ইমরান খান সরকার৷ তার পর থেকেই নিজেদের মুখ বাঁচাতে একের পর এক বিবৃতি দিতে শুরু করেছেন পাক সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলারা৷ আর নিজেদের মুখ রক্ষা করতে গিয়ে এবার গোটা বিশ্বের সামনে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা বড় গলায় স্বীকার করে নিলেন পাকিস্তানের মন্ত্রী৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
পুলওয়ামায় হামলা ইমরানের বড় সাফল্য, সংসদে দাঁড়িয়ে স্বীকার পাকিস্তানের মন্ত্রীর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল