'ভাঁড়ে মা ভবানী' পাকিস্তান বন্ধ করল সোনা আমদানি! আকাশ ছুঁয়েছে সোনার দাম! জানেন এখন ওই দেশে সোনার দাম কত?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
শুধু ভারত নয় পাকিস্তানেও বিপুল হারে বাড়ছে সোনার দাম।
advertisement
1/6

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম, একইসঙ্গে ভারতেও বাড়ছে হলুদ ধাতুর দাম। অন্যদিকে, শুধু ভারত নয় পাকিস্তানেও বিপুল হারে বাড়ছে সোনার দাম।
advertisement
2/6
মাঝে মধ্যেই শোনা যায়, পাকিস্তান নাকি বিপুল সোনার ভাণ্ডার পেয়েছে!তা কখনও সিন্ধুর জলে বা কখনও পাঞ্জাব প্রদেশের মাটিতে স্বর্ণভাণ্ডারের অস্তিত্ব দাবি করেছে পাকিস্তান সরকার।পাকিস্তানের বালোচিস্তানের রোকো ডিকোতেও স্বর্ণভাণ্ডারও মিলেছে বলে দাবি করেছে পাকিস্তান। কিন্তু, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
advertisement
3/6
অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য সোনার উপর আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। ফলে, চড়চড় করে বাড়তে শুরু করেছে সোনার দাম। পাকিস্তানে সোনার দাম কেমন?
advertisement
4/6
একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, 'স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান' - এর হাতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ওই দেশে সোনার সঞ্চয় ছিল ৫৪৩ কোটি টাকা। সেই তুলনায় ভারতের সঞ্চয় অনেকটাই বেশি। সোনা সঞ্চয়ের নিরিখে বিশ্বের সপ্তম স্থানে রয়েছে ভারত।
advertisement
5/6
গত শুক্রবার পাকিস্তানে ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছায় ১ গ্রামে ৩৬ হাজার ৭৮৮ পাকিস্তানি টাকায়। দু'দিন বাজার বন্ধ থাকার পর সোমবার সোনার দাম আরও বেড়ে দাঁড়ায় ৩৭ হাজার ২১ পাকিস্তানি টাকায়। অন্যদিকে, ২২ ক্যারাট সোনার দাম হয় ৩৩ হাজার ৯৩৬ পাকিস্তানি টাকায়। ২১ ক্যারাট সোনার দাম দাঁড়ায় ৩২ হাজার ৩৯৩ পাকিস্তানি টাকা।১৮ ক্যারাটের দাম দাঁড়ায় ২৭ হাজার ৭৬৬ পাকিস্তানি টাকায়।
advertisement
6/6
ভারতের টাকার তুলনায় পাকিস্তানি টাকাও বেশ দুর্বল। ভারতের ১০০ টাকা পাকিস্তানের ৩১৭ টাকার সমান। সেই অনুযায়ী, প্রতি ১০ গ্রাম সোনা কেনার ক্ষেত্রে পাকিস্তানি জনতাকে বেশ কয়েক হাজার টাকা বেশি খরচ করতে হবে। ফলে, ভারতের থেকে পড়শি দেশে সোনার দাম বেশি।